ভারত

কলকাতার মেয়র পদে ফিরহাদের সামনে আইনি বাধা

কলকাতা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০১৮, বুধবার, ৭:২৮ পূর্বাহ্ন

কলকাতার মেয়র পদে আগামী ৩রা ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনের পরেই মেয়র শপথ নেবেন। সেই মতো বুধবার দুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ফিরহাদ হাকিম পুরসচিব হরিহর মন্ডলের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র পদে ফিরহাদকে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।  কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিধানসভায় গৃহীত যে পুর আইন সংশোধনের মাধ্যমে কাউন্সিলরদের বাইরে থেকেই মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে সেটির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এদিনই মামলা দায়ের হয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলাটি করেছেন ৭৫ নং ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর বিলকিস বেগম।

মামলাকারী কাউন্সিলর বিলকিস বেগমের অভিযোগ, ১৯৮০ সালের কেএমসি অ্যাক্টের যে সংশোধনী আনা হয়েছে তা বেআইনি। এই মর্মেই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। সিপিআইএম শুরু থেকেই পুর আইন সংশোধনের গোটা প্রত্রিয়াকে বেআইনি বলে দাবি করে আসছিল। এদিকে গতকালই পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি ৫ দিন টালবাহানার পর রাজ্যের এটর্নি জেনারেলের বিস্তারিত ব্যাখ্যা শোনর পর কিলটিকে আইনে পরিণত করতে স্বাক্ষর করেছেন। তবে মেয়র পদে  সিপিআইএস কোনও প্রার্থী দেবে না বলে জানিয়েছে।  কারণ তারা এই বিলকে বেআইনি বলে ইতিমধ্যেই আদালতে গিয়েছে। কিন্তু ভোটে লড়াই করতে চাইছে বিজেপি। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে হাতেগোনা ৪ থেকে ৫ জন কাউন্সিলর রয়েছে বিজেপির। তা সত্ত্বেও তারা মেয়র নির্বাচনে প্রার্থী দিয়েছে। ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত মেয়র পদে বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে ৩রা ডিসেম্বর ব্যালটের মাধ্যমে নির্বাচন হওয়ার সম্ভবনাই বেশি।

এদিন মনোনয়ন পত্র দাখিলের পর ফিরহাদ বলেছেন, আমরা মানুষের পাশে রয়েছি। সিপিআইএম আদালতে আর সংবাদমাধ্যমে গিয়ে মুখ দেখাক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status