খেলা

‘মাশরাফির খেলতে পারাটাই বড় বিষয়’

স্পোর্টস রিপোর্টার

২৮ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:১০ পূর্বাহ্ন

দেশের মাটিতে চলছে টানা ক্রিকেট সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হতেই শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিশন। ক্রিকেটের বাইরেও আছে নানা আলোচনা। এর মধ্যে অন্যতম আলোচনার বিষয় দেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জাতীয় সংসদ নির্বাচনে অংশ  নেয়া। তার ক্রিকেট ও রাজনীতি নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে নানা কথোপকথন। গতকাল এসব বিষয়ে  সংবাদমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন সাবেক অধিনায়ক ও বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তার কথার মূল অংশ তুলে ধরা হলো-    

প্রশ্ন: ভভিষ্যতে তিন টেস্টের সিরিজ আয়োজনের ভাবনা?
আকরাম: আমাদের টেস্ট ভেন্যু আছে আর আমরা সিরিজ বাড়ানোর চেষ্টা করি। তবে এখানে সময়ের একটি ব্যাপারে আছে। আপনি দেখুন এই সিরিজ (উইন্ডিজ) শেষ হওয়ার পর পরই কিন্তু বিপিএল শুরু হবে। বিপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিউজিল্যান্ডে যাব। আমাদের প্রত্যেকটি বিষয় চিন্তভাবনা করেই করতে হয়। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো ধীরে ধীরে এটি (ম্যাচ সংখ্যা) বাড়বে। আগের তুলনায় বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়বে।’


প্রশ্ন: মাশরাফির ওয়ানডে সিরিজে খেলা নিয়ে আপনার ভাবনা?
আকরাম: আমি ক্রিকেটীয় দিক থেকে বলছি, যদি মাশরাফি পুরো সিরিজে সময় দেয় তাহলে তো আমাদের কোনো অসুবিধা হবে না। আর সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। সুতরাং এই ধরনের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যেকোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে পারে। ওকে নিয়ে আমরা চিন্তিত নই, ও খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়।

প্রশ্ন: মাশরাফির নির্বাচন করা নিয়ে আপনার মতামত কী?
আকরাম: আমি তো বললাম, সে যদি অনুশীলনে নিয়মিত হয় তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। আর বাকিটা যেহেতু ওর ব্যক্তিগত ব্যাপার। সে কীভাবে এটা মেনে চলছে তা সম্পূর্ণ তার নিজের ব্যাপার।

প্রশ্ন: দ্বিতীয় টেস্টে ১৩ সদস্যের দল?
আকরাম: নির্বাচকদের কাছ থেকেই আসলে দল এসেছে। ১৩ জন দেয়া হয়েছে যেহেতু আমরা ঘরের মাটিতে খেলছি। এক্ষেত্রে একজন বাইরের খেলোয়াড় থাকবে। এখানে একটি বিসিএল আছে। আমরা চাইছি যাদের খেলার সম্ভাবনা কম তারা যেন বিসিএল’র ম্যাচগুলো খেলুক। যেহেতু বাংলাদেশের এটি একটি শীর্ষ টুর্নামেন্ট। সুতরাং এখানে যদি ভালো খেলে এবং ভালো সুযোগ সৃষ্টি করতে পারলে ওদের জন্যই ভালো। আমরা চাচ্ছি মিনিমাম একটি স্কোয়াড রাখতে এবং বাকিরা বিসিএল খেলতে পারে।

প্রশ্ন: চট্টগ্রাম টেস্টের ফর্মুলা ঢাকায় প্রয়োগ হচ্ছে কি?
আকরাম: এটি তো আসলে এখনই বলা যাচ্ছে না। আমাদের এখনও দুইদিন সময় আছে। আমরা চিন্তা-ভাবনা করছি। আর যেটা হয়েছে সেটা হলো শুধু স্পিনাররাই ভালো খেলেছে তা নয়, তাঁদের সঙ্গে কিন্তু আমাদের ব্যাটসম্যানেরাও অনেক ভালো খেলেছে। মমিনুল, রিয়াদ, সাকিব ভালো করেছে। তারপরে লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাঈম রয়েছে। আসলে একটি দল হিসেবে পারফর্মেন্সটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার যে ধরনের উইকেটই হোক, দল যদি ভালো খেলে এবং জয় পায় তাহলে দলের মোরাল ভালো থাকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটি হয়েছে সেটি হলো আমাদের উইন্ডিজদের বিপক্ষে দেশে প্রথম জয়। এটি মোরালি আমাদের অনেক শক্তিশালী করেছে। আর যেহেতু আমাদের সিরিজ জয়ের সম্ভাবনা আছে সুতরাং আমরা সেরা দলটিই দেয়ার চেষ্টা করবো। উইকেট স্পিনিংও হতে পারে, পেস সহায়কও হতে পারে।

প্রশ্ন: সাদমানের ঢাকা টেস্টে খেললে দুই মাসে ৬ অভিষেক হবে তা নিয়ে আপনার ভাবনা কী?
আকরাম: আসলে এই প্রশ্ন নির্বাচকদের করলে ভালো হতো। তবে এরপরেও আমাদের যেহেতু কিছু ক্রিকেটার ইনজুরিতে ছিল এবং একই সঙ্গে আমাদের তরুণ ক্রিকেটারদেরকেও তো সুযোগ দিতে হবে।

প্রশ্ন: ওপেনিং নিয়ে কতটা দুশ্চিন্তা?
আকরাম: আমাদের গুরুত্বপূর্ণ যে ক্রিকেটার (তামিম) সে এখন ইনজুরিতে আছে। তবে যারা খেলছে এটি তাঁদের জন্য অনেক বড় একটি সুযোগ। ওরা হয়তো বা কিছু ম্যাচ রান করছে আর কিছু ম্যাচে রান পাচ্ছে না। তবে ধারাবাহিকভাবে রান করতে পারলে তা দলের জন্যও ভালো, খেলোয়াড়ের জন্যও ভালো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status