বিনোদন

টিভি নাটকের চিরসবুজ জুটি

গ্রন্থনা : বিনোদন বিভাগ

২৭ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটি হিসেবে পরিচিত আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। সত্তর ও আশির দশকে বাংলা নাটকের জনপ্রিয় এই জুটি দর্শকদের মুগ্ধ করে রাখতেন। সে সময় বিটিভির প্রায় সাপ্তাহিক ও মাসিক নাটক আফজাল-সুবর্ণা জুটি ছাড়া দর্শকরা চিন্তা করতে পারতেন না। অনেকের মানসপটে প্রেমিক-প্রেমিকা হিসেবে ঠাঁই পান তারা। ঢাকা থিয়েটারে একসঙ্গে কাজের মাধ্যমে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। ১৯৭৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ নাটকের মাধ্যমে তারা প্রথম একসঙ্গে অভিনয় করেন টেলিভিশনে। এরপর একে একে ‘কূল নাই কিনার নাই, ‘পারলে না রুমকি’, ‘জোহরা’, ‘ওহ দেবদূত’, ‘রক্তের আঙ্গুরলতা’সহ অসংখ্য নাটকে অভিনয় করেন। যার ফলে তাদের মধ্যে এক ধরনের রসায়ন জমে ওঠে। তাদের এমন রসায়নকে অনেকে প্রেম দাবি করলেও আজও দু’জন চিরসবুজ বন্ধু হয়েই আছেন। আফজাল ও সুবর্ণাকে নিয়ে এ সময়ে খুব কম নাটকই নির্মিত হয়। সময়ের আবর্তে তাদের যেমন বয়স বেড়েছে তেমনি কাজের সংখ্যা কমেছে। তবে এখনো তারা যদি কোনো নাটকে জুটি হয়ে অভিনয় করেন দর্শকদের মনে পুলক জেগে ওঠে। তারা নস্টালজিক হয়ে উঠেন। তাদের স্মৃতিতে ভেসে উঠে এক
অনির্বচনীয় রোমান্টিক জুটি। এই জুটিকে সর্বশেষ গেল ঈদুল আজহায় ‘নূরুল আলমের মধুচন্দ্রিমা’ শিরোনামের একটি নাটকে দেখা গেছে। বদরুল আনাম সৌদের রচনায় এটি পরিচালনা করেছেন আরিফ খান। নাটকটিতে আফজাল-সুবর্ণার অভিনয় দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status