খেলা

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে নতুন দুই মুখ

স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৩:২২ পূর্বাহ্ন

প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার ব্যাটসম্যান মার্কাস হ্যারিস। ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে ডাক পেয়েছেন এই ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় থাকা ফাস্ট বোলার ক্রিস ট্রিমেইনও। দলে ফিরেছেন ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মারসান লাবুশেন। তবে ট্র্যাভিস হেড দলে টিকে গেছেন। ১৪ সদস্যের দলে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ছয়জন। ফাস্ট বোলার পাঁচজন। এই মৌসুমে শেফিল্ড শিল্ডে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন হ্যারিস। অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির এই প্রতিযোগিতায় ভিক্টোরিয়ার হয়ে প্রথম চার রাউন্ডে ৮৭.৪০ গড়ে ৩৪৭ রান করেছেন তিনি। এর মধ্যে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলেন ক্যারিয়ার সেরা ২৫০ রানের ইনিংস। সব মিলিয়ে ৬৭ প্রথম শ্রেণির ম্যাচে ৩৫.৫৫ গড়ে ৯ সেঞ্চুরিতে ৪ হাজার ৮৯ রান করেছেন ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।
অস্ট্রেলিয়া দল: মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, শন মার্শ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, টিম পাইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লায়ন, ক্রিস ট্রিমেইন, পিটার সিডল, পিটার হ্যান্ডসকম্ব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status