ভারত

আন্দামানের নিষিদ্ধ দ্বীপে আদিবাসীদের হাতে প্রাণ হারালেন মার্কিন যাজক

কলকাতা প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১১:১৫ পূর্বাহ্ন

২৭ বছরের মার্কিন যাজকের খুব ইচ্ছে ছিল আদিম আদিবাসীদের ধর্মান্তনিত করবেন। সেই ইচ্ছেতেই বারে বারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গিয়েছেন। এবারও সেই মার্কিন যাজক স্থানীয় মৎস্যজীবীদের সাহায্যে পৌঁছেছিলেন এমন একটি দ্বীপে যেখানে বাস সেন্টিনেলিজদের। শেষ আদমসুমারী থেকে জানা গেছে, সংখ্যায় মাত্র ৪০-৬০ জন সেন্টিনেলিজ রয়েছেন নর্থ সেন্টিনেল দ্বীপে। কিন্তু সভ্যতার আলো এরা গায়ে মাখতে চায় না। সভ্য দুনিয়া থেকে নিজেদের দূরেই সরিয়ে রেখেছে তারা। তবে মাঝে মাঝে বিদেশি পর্যটকরা স্থানীয় মানুষকে নানা প্রলোভন দেখিয়ে আদিম জনজাতির মানুষের সঙ্গে মেশার চেষ্টা করেছেন। এ ব্যাপারে অবশ্য সরকারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা রয়েছে এই সব দ্বীপে প্রবেশের ব্যাপারেও। ২০১৭ সালে সরকারের তরফে সাফ জানানো হয়, সেন্টিনেলিজরা আদিম অধিবাসীদের নিয়ে কোনওরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না। বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন নর্থ সেন্টিনেল দ্বীপে গিয়ে আদিবাসীদের বিষাক্ত তীরের আক্রমণে মার্কিন যাজকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সেই যাজকের লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি। নিহত ওই মার্কিন নাগরিকের নাম জন অ্যালেন চাও। ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর। জনের লাশের খোঁজে হেলিকপ্টার দিয়ে অনুসন্ধান চালানো হলেও প্রশাসন সেখানে কপ্টার নামাতে ভয় পাচ্ছেন। মনে করা হচ্ছে, তাহলে সেন্টিনেলিজরা হিংস্র হয়ে উঠবে। তবে যে ছয়জন মৎস্যজীবীর সহায়তায় সেই তরুণ মার্কিন যাজক সেখানে পৌঁছেছিলেন তাদের গ্রেপ্তার করা হযেছে। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারা গেছে, সেই যাজক তটভুমিতে নামার পরই জঙ্গল থেকে বিষাক্ত তীর ছুটে আসতে থাকে। এই অবস্থাতেও সেই যাজক অবিচলভাবে ভিতরে দিকে যেতে চেষ্টা করেন। এরপর সেন্টিনেলিজরা তাকে বেঁধে টেনে ভিতরের দিকে নিয়ে গেছে বলে দেখেছেন মৎস্যজীবীরা। সেই দৃশ্য দেখে অবশ্য তারা পালিয়ে এসেছেন বলে পুলিশকে জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গির্জার যাজক ছিলেন তিনি। ঘন ঘন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাতায়াত ছিল। সেন্টিনেলিজদের সঙ্গে যেচে আলাপ করতে চেষ্টা করতেন। জানা গেছে, মৎস্যজীবীরা পোর্ট ব্লেয়ারে এসে ঘটনার কথা প্রথমে স্থানীয় গির্জার যাজক আলেক্সকে জানান। আলেক্স সঙ্গে সঙ্গে আমেরিকায় নিহত যাজকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে।  দিল্লিতে মার্কিন দূতাবাসে যোগাযোগ করে সাহায্য চাওয়া হয়। এরপরেই দূতাবাস কর্তৃপক্ষ বিষয়টি সরকারকে জানায়। পোর্টব্লেয়ারের গির্জার যাজক আালেক্স জানিয়েছেন, চাও গত কয়েক বছরের আন্দামানে বেশ কয়েকবার এসেছে। আলেক্সকে বলেছিল যে, সেন্টিনেলিজদের সে খ্রীষ্ট ধর্মে দীক্ষিত করতে চায়। উল্লেখ্য, আন্দান ও নিকোবর দ্বীপপুঞ্জে অনেক কটি আদিম জনজাতির বাস । এরা সকলেই সভ্য দুনিয়া থেকে দূরে থাকতেই ভালবাসে। এদের অন্যতম হল,  জারোয়া, ওঙ্গি ও সেন্টিনেলিজরা। এরা আদিম জনজাতি হিসেবেই চিহ্নিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status