বিনোদন

আমজাদ হোসেনকে দেখতে গিয়ে কাঁদলেন ববিতা-সুচন্দা

স্টাফ রিপোর্টার

২২ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১১:১২ পূর্বাহ্ন

চারমাস আগে কানাডায় গিয়েছিলেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ববিতা। গত ১৯শে নভেম্বর দেশে ফিরেছেন তিনি। আর  ফিরেই চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের অসুস্থতার কথা জানতে পেরে দেরি করেননি তিনি। গতকাল হাসপাতালে ছুটে যান ববিতা। সঙ্গে ছিলেন তার দুই বোন সুচন্দা ও চম্পা। ববিতা বলেন, কানাডার বিমানবন্দরে বসে আমজাদ ভাইয়ের হাসপাতালে ভর্তির খবরটা পাই। এরপর বিমানে থাকার কারণে বিস্তারিত খবর জানতে পারিনি। ঢাকায় এসে বাড়িতে একটু বিশ্রাম নিয়েই হাসপাতালে তাকে দেখতে এসেছি। ববিতা আরো বলেন, কত সুখ-দুঃখের স্মৃতি আমাদের। এতদিন পর ঢাকায় ফিরে এমন একটি খবর পাব আশাই করিনি। আমার জীবনে যে ক’টি সিনেমা মাইলস্টোন হয়ে আছে তার মধ্যে একাধিক ছবির পরিচালক আমজাদ ভাই। সবার কাছে আমজাদ ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাইছি। রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন আমজাদ  হোসেন। ব্রেন স্ট্রোক করেছেন এই গুণী চলচ্চিত্রকার। গতকাল বিকালে আমজাদ হোসেনকে দেখতে হাসপাতালে গিয়েই কান্নায় ভেঙে পড়েন ববিতা, সুচন্দা ও চম্পা। হাসপাতালের নিচেই ববিতার সঙ্গে দেখা হয় আমজাদ হোসেনের দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও  সোহেল আরমানের। তারা তিন বোনকে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে যান। আইসিইউ’র সামনে গিয়ে দেখা হয় আমজাদ হোসেনের স্ত্রী সুরাইয়া আখতারের সঙ্গে। এ সময় ববিতাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন তিনি। ববিতাও  সেসময় কান্নায় ভেঙে পড়েন। বাংলাদেশের বরেণ্য এই অভিনেত্রী যখন কাঁদছিলেন আশপাশের সবার চোখ তখন টলমল করছে। আবেগপ্রবণ এক দৃশ্য তৈরি হয়। উল্লেখ্য, ১৮ই নভেম্বর ব্রেন স্ট্রোক করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নেয়ার প্রক্রিয়া চলছে। এদিকে, এরইমধ্যে গুণী নির্মাতা আমজাদ হোসেনের চিকিৎসা খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status