বিনোদন

আলাপন

‘পরিবার থেকে বিয়ের জন্য কোনো চাপ নেই’

এন আই বুলবুল

২২ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

গেল জাতীয় নির্বাচনের সময় আমি ভোটার ছিলাম না। অর্থাৎ সেই সময় আমার আঠারো বছর পূর্ণ হয়নি। এখন আমি ভোটার। তাই এবারই প্রথম ভোট দিব। বেশ ভালো লাগছে ভোট দিব ভাবতে। যদি সব কিছু নিয়ন্ত্রণে থাকে এবং ভোট দেয়ার পরিবেশ ভালো থাকে তাহলে পছন্দের দলকেই ভোট দিয়ে জয়যুক্ত করবো। কোন দলকে সমর্থন করেন জানতে চাইলে তিনি বলেন, সেটা বলা যাবে না। তবে দেশ ও জাতির জন্য এগিয়ে আসবে যে দল তাকেই ভোট দিব। আমি আশা করছি সবাই সুস্থভাবে ভোট দিতে পারবে এমন পরিবেশ সরকার করবেন। এভাবে কথাগুলো বললেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন। আর ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এরইমধ্যে এই অভিনেত্রী বিজয় দিবসের একটি নাটকে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন হাবিব শাকিল। মহান মুক্তিযুদ্ধের সময়ের একজন ভিকটিম নারীর ওপর এই নাটকের গল্প। এই নাটকে বিশেষ কোনো নায়ক নেই বলে জানান মেহজাবিন। নাটকের গল্পই সব। এটির মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এখনো নাটকটির নাম চূড়ান্ত হয়নি। এদিকে এই অভিনেত্রী সম্প্রতি মিজানুর রহমান আরিয়ানের ‘ঋনী’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এই নির্মাতার ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে গেল বছর দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেন এই গ্ল্যামারকন্যা। নতুন এই নাটকটি সম্পর্কে মেহজাবিন বলেন, একটি সংসার নিয়ে এটির গল্প। তবে কে কার কাছে ঋনী সেটি বলতে চাই না। কারণ সেটি বললে গল্পের রহস্য থাকবে না। এটিতে মেহজাবিন জুটি বেঁধেছেন আফরান নিশোর সঙ্গে। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে আজও একটি নাটকে অভিনয় করছেন মেহজাবিন। সাজ্জাদ সুমনের পরিচালনায় এটির নাম ‘স্যান্ডেল’। গতকাল থেকে এটির শুটিং শুরু হয়েছে। রোমান্টিক একটি গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ হচ্ছে। এই অভিনেত্রী কিছুদিন আগে শিল্পীদের সিডিউল নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি আমাদের সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে শুটিং শেষ করা প্রয়োজন। না হলে পরের দিন অতিরিক্ত কাজ করার সেই চাপটা চেহারায় পড়ে। ফলে কাজ করতে বেশ অসুবিধা হয়। যদি সবাই সঠিক টাইম মেনে কাজ করতো তাহলে আমাদের এই সমস্যায় পড়তে হয় না। প্রত্যেক শিল্পী নির্মাতার সময়ের বিষয়ে সচেতন হওয়া দরকার। অভিনয় করে আমাদের চলতে হয়। সেখানে আমি যদি নিজেকে ঠিক রাখতে না পারি তাহলে সেটির  প্রভাব আমার ক্যারিয়ারে পড়বে। ছোট পর্দার বাইরে বড় পর্দায়ও কাজ করার ইচ্ছে প্রকাশ করেন এই মডেল-অভিনেত্রী। বড় পর্দার জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করেছেন? তার ভাষ্য, আমার কাছে বড় পর্দা ও ছোট পর্দার অভিনয় একই মনে হয়। শুধু মাধ্যম ভিন্ন। বিশেষ প্রস্তুতি বলতে আমি কিছু বলতে চাই না। যদি আমার অভিনয় করার মতো কোনো গল্প, চরিত্র পাই তাহলে সেটিতে অভিনয় করব। সেটি কালও হতে পারে। আবার এক বছর পরেও হতে পারে।  মেহজাবিনের সমসাময়িক অনেকে বিয়ের পিঁড়িতে বসছেন। তাকে কবে বধু সাজে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এখন আমার কাজে বেশ মনোযোগী। পরিবার থেকে বিয়ের জন্য কোনো চাপ নেই। আমি যখন চাইব তখনই বিয়ে হবে। আমার পরিবার জানে আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হলে তাদের জানাব। কখন বিয়ে করব তার সঠিক তারিখ বলতে পারছি না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status