শেষের পাতা

কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী ও একজন জলদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কেরুনতলী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন আশিক জাহাঙ্গীর (৩২) ও আরিফ হোসেন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ী। এসময় ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা, দুটি অস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও।

অপর ঘটনায় কুতুবদিয়া দ্বীপে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু দিদারুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। নিহত দিদার কুখ্যাত জলদস্যু হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৭ এর আওতাধীন কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদেী হাসান।

তিনি জানান, টেকনাফে নিহত আশিক জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার কুতুয়ালি এলাকার আব্দুল হাকিমের ছেলে ও আরিফ হোসেন  নারায়ণগঞ্জ তল্লা বড় মসজিদ এলাকার আব্দুল বারেকের ছেলে। তাদের মধ্যে আশিক জাহাঙ্গীরকে ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী ও আরিফ হোসেনকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

এই র‌্যাব কর্মকর্তা জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে- এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল কেরুনতলী নামক স্থানে ব্যারিকেড সৃষ্টি করে। এসময় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে র‌্যাবও পাল্টা গুলি করলে একপর্যায়ে ট্রাকটি থামে। এসময় ট্রাক তল্লাশি করে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status