দেশ বিদেশ

অভিবাসী ইস্যুতে ট্রাম্পের নিষেধাজ্ঞা আদালতে স্থগিত

মানবজমিন ডেস্ক

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:৩৯ পূর্বাহ্ন

অবৈধ অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় না দেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে আদেশ জারি করেছিলেন, যুক্তরাষ্ট্রের একটি আদালত তা স্থগিত ঘোষণা করেছে। সোমবার সান ফ্রান্সিসকোর বিচারক জন টিগার এই আদেশ দেন। এর ফলে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত থাকবে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে গমনকারী যেকোনো বিদেশি সে দেশে আশ্রয় প্রার্থনা করতে পারবেন।
বিবিসি’র খবরে বলা হয়েছে, এ মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ওই আদেশে স্বাক্ষর করেন। মূলত দক্ষিণ সীমান্ত দিয়ে কারাভ্যান অভিবাসীদের ঠেকাতেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন। আদেশে ট্রাম্প জাতীয় স্বার্থের বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করেন। এর আগে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প অবৈধ অভিবাসীদের ‘ক্রিমিন্যাল’ বলে আখ্যায়িত করেন। তিনি মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দেন। এ ছাড়া বিভিন্ন সময়ে তিনি অভিবাসন প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্পের দেয়া আদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য তারা আদালতের শরণাপন্ন হন। দীর্ঘ যুক্তি-তর্ক শেষে সোমবার সান ফ্রান্সিসকোর বিচারক জন টিগার বলেন, ৯ই নভেম্বর জারিকৃত ট্রাম্পের আদেশ  যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতা থেকে অনেক দূরে। বিচারক রুল জারি করে বলেন, বর্তমান আইনে এটা পরিষ্কার বলা আছে যে, যুক্তরাষ্ট্রে আগমনকারী যেকোনো ব্যক্তি এই দেশে আশ্রয় প্রার্থনা করতে পারবে। প্রেসিডেন্ট ট্রাম্প এর ওপর শর্তারোপ করে আইন নতুন করে প্রণয়ন করতে পারেন না।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, দ্য সাউদার্ন পোভার্টি ল’ সেন্টার ও সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটসের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারক জন টিগার এই রুল জারি করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশকে সরাসরি অবৈধ ঘোষণা করেন। আদালতের এই রুল অবিলম্বে কার্যকর হবে। আগামী ডিসেম্বরে আবারো মামলার শুনানি না হওয়া পর্যন্ত এটা বহাল থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status