দেশ বিদেশ

নয়াপল্টনে সংঘর্ষ, গ্রেপ্তার ৬

রাজনৈতিক ফায়দা নিতেই পুলিশের ওপর হামলা: মনিরুল

স্টাফ রিপোর্টার

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:২৯ পূর্বাহ্ন

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা পূর্ব পরিকল্পিত ছিল। কারণ তারা আগে থেকেই সেখানে লাঠিসোটা মজুত করে রেখেছিল। পুলিশকে উসকানি দিয়ে আক্রমণাত্মক করে বিএনপি রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছিল। গতকাল রাজধানীর মিন্টো রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা  বলেন। এর আগে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম রবিন, ১১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি প্রার্থী মো. এইছ কে হোসেন আলী, শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, তিতুমির কলেজ ছাত্রদলের সহসভাপতি মাহাবুবুল আলম।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষের ভিডিও ও ছবি থেকে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্য ও আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যারা এই হামলার পরিকল্পনা করেছে তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে উসকানি দিয়ে অ্যাকশনে যেতে বাধ্য করা। যেন তারা নেতাকর্মীদের ওপর পুলিশের অ্যাকশনের ও লাঠিচার্জের ভিডিও দেখিয়ে বিভিন্ন মহলে রাজনৈতিক ফায়দা নিতে পারে।
তিনি বলেন, গত ১৪ই নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালানোর পর পল্টন থানায় তিনটি মামলা করা হয়। আমরা বিভিন্ন গণমাধ্যমের তোলা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেছি। হামলাকারীদের শনাক্ত করে কার কি ভূমিকা ছিল সেটা বের করেছি।  গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, সিনিয়র নেতারা তাদের হেলমেট পরে হামলা চালানোর নির্দেশ দেন। আবার কেউ কেউ যে স্থানে লাঠিসোটা মজুত করা ছিল সে জায়গা দেখিয়ে দেন। সিটিটিসি প্রধান বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে আসামিদের মধ্যে মো. এইছ কে হোসেন আলী হেলমেট পরে শার্ট খুলে পুলিশের গাড়ির ওপর উঠে লাফাচ্ছিল, সোহাগ ভূঁইয়া শার্ট খুলে লাঠি হাতে পুলিশের গাড়ি ভাঙচুর করে, আব্বাস আলী গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করেছে, আশরাফুল ইসলাম পুলিশের পিকআপ ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করেছে। এ ছাড়াও উজ্জ্বল ও মাহবুবুল পুলিশের ওপর হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেছে।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পুলিশ নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী কাজ করতে বাধ্য। সেদিন বিএনপির নেতাকর্মীদের ওপর অ্যাকশনে যাওয়ার নির্দেশ কি নির্বাচন কমিশন দিয়েছিল সাংবাদিকদের এমন প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, নয়াপল্টনে ঘটনার দিন পুলিশ অ্যাকশনে যায়নি বরং অসীম ধৈর্য ধারণ করেছে। সেদিন ঘটনাস্থলে অনেক পুলিশ আহত হয়েছিল। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজন অবরুদ্ধ ছিল, তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সেদিন যে ধরনের আচরণ করেছিল ডিএমপি চাইলে ১০ মিনিটের মধ্যে তাদের হটিয়ে দিতে পারত। কারণ ডিএমপির সেই সক্ষমতা রয়েছে। তফসিলের পর বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে পুলিশ। বিএনপির এমন অভিযোগে তিনি বলেন, যেখানে ফৌজদারি অপরাধ হবে সেখানেই পুলিশ তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। ফৌজদারি অপরাধীদের ছাড় দেয়ার সুযোগ নেই। নয়াপল্টনে হেলমেট পরা হামলাকারীরা গ্রেপ্তার হয়, কিন্তু নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গত ৫ই  আগস্ট সায়েন্স ল্যাবে সাংবাদিকদের ওপর হামলাকারীরা কেন গ্রেপ্তার হয় না জবাবে মনিরুল ইসলাম বলেন, ওই ঘটনার তদন্ত চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status