খেলা

‘বাংলাদেশ সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে’

স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:০৫ পূর্বাহ্ন

হেড কোচ ছাড়াই বাংলাদেশে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজের আনুষ্ঠানিক শুরুর আগেই কোচ নিয়োগ দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাসকে বাংলাদেশ সফরের জন্য অন্তর্র্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। আগামীকাল চট্টগ্রামে প্রথম টেস্টের মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। অবশ্য সিরিজ শুরুর আগেই নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে হারিয়ে ধাক্কা খায় দলটি। কাঁধের চোটের কারণে ভারত সফর শেষে দেশে ফেরেন হোল্ডার। এদিকে শুধু হোল্ডারই নয়, বাংলাদেশে আসেননি ক্যারিবীয় কোচ স্টুয়ার্ট ল’ও। ভারত সিরিজ শেষ হতেই তিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সম্পর্কের ইতি টানেন। গত সেপ্টেম্বরেই হেড কোচ হিসেবে স্টুয়ার্টের নাম ঘোষণা করে কাউন্টি ক্লাব মিডেলসেক্স। ফলে ভারত থেকেই ইংল্যান্ডের পথ ধরেন স্টুয়ার্ট। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জিমি অ্যাডামস বলেন, ক্যারিবীয় ক্রিকেটের এই সন্ধিক্ষণে নিককে পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দল তার নেতৃত্বে শক্তিশালী ও ইতিবাচকভাবে এগিয়ে যাবে বলে আমরা আশা করি। এদিকে ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে দায়িত্ব পেয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক বলেন, আগামী কয়েকদিনের জন্য (বাংলাদেশ সিরিজ) ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচের প্রস্তাব পাওয়াটা ছিল খুবই সম্মানের। বাংলাদেশ সিরিজটা খুবই কঠিন চ্যালেঞ্জ, এই সিরিজ কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা এটাকে অতিক্রম করতে চাই। ৪৫ বছর বয়সী নিকের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। দক্ষিণ আফ্রিকার হয়ে কখনো টেস্ট খেলেননি এই উইকেটকিপার। খেলেছেন ৩টি ওয়ানডে। আর ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৭৯টি। আর আন্তর্জাতিক ক্রিকেটে কিছুদিন শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন নিক পোথাস।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status