বাংলারজমিন

সরাইলে স্কুল ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। রাত ৭টায় শেষ হয় ভোট গণনা। প্রিজাইডিং অফিসার সূত্রে জানা যায়, ১১০১ জন ভোটারের রায়ের জন্য মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্ধারিত সময়ের মধ্যে ৮৪১ জন ভোট প্রদান করেন। সঙ্গত কারণেই বাতিল হয়ে যায় ২০টি ভোট। প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে গাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক ৫৪৭, মো. মাহফুজ মিয়া ৪৯০, শাহজাহান মোতায়েদ ফরিদ ৪২৯ ও কাজী আমিনুল ইসলাম শেলভী ৩৭২ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

এর আগে দাতা সদস্য হয়েছেন সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত আসনের মহিলা অভিভাবক প্রতিনিধি হয়েছেন দিলরুবা মাহফুজ। আর শিক্ষক প্রতিনিধিরা হলেন- এজেডএম সাইদুর রহমান, গাজী মোহাম্মদ আব্দুল মাজিদ, সৈয়দা ফারজানা খানম ও সদস্য সচিব প্রধান শিক্ষক মো. আইয়ুব খান। আগামী ২ বছর এ কমিটি বিদ্যালয় পরিচালনা করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status