বাংলারজমিন

কমলগঞ্জে পিএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার ব্যবস্থা করলেন রাজু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

মানুষের সমস্যার কথা শুনলে বা দেখলেই পাশে দাঁড়ান নিয়াজ মুর্শেদ রাজু। কমলগঞ্জের পৌর এলাকার পানিশালা গ্রামের এ তরুণ মানুষের সুখ-দুঃখে নিজেকে অকাতরে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এবার মহতি উদ্যোগে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ এ সমাজসেবক। চলমান পিএসসি পরীক্ষা চলাকালে অভিভাবকদের বসার জায়গা করে দিয়ে মানবকল্যাণে এ বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজু।
কমলগঞ্জে চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ( পিএসসি)তে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে আসা কয়েকশ অভিভাবকদের বসার জায়গা করে দিলেন তিনি। গত ১৮ই নভেম্বর থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ( পিএসসি)। কমলগঞ্জে চলা পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের বাবা-মা তাদের সন্তানদের কেন্দ্রে নিয়ে আসেন। পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীর অভিভাবকরা কেন্দ্রের সামনে ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন। পরীক্ষাকেন্দ্রের পাশেই হলো রাজুর বাড়ি। অভিভাবকদের এ কষ্ট দেখে রাজু তার পুকুর পাড়ে ভাড়ায় বিশাল সামিয়ানা টাঙিয়ে কয়েক শ’ চেয়ার দিয়ে তাদের বসার জায়গা কওে দেন। অভিভাবকদের বসার জায়গা করে দেয়ায় অভিভাবকদের পাশাপাশি মহতি এ কাজে রাজু প্রশংসা কুড়িয়েছে সব মহলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status