ভারত

বান্ধবী না দল, কোনটা বেছে নিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী!

কলকাতা প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৪৮ পূর্বাহ্ন

কলকাতার মেয়র এবং দুটি দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব ঠিক মত পালন করতে পারছিলেন না। শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে এমন অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্ত্রীর সঙ্গে ডিভোর্সের মামলা চলাকালীন সময়ে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ট সম্পর্কে জড়িয়ে পড়েছেন। অবশ্য উভয়ই নিজেদেরকে ভাল বন্ধু বলেই উল্লেখ করে এসেছেন। মমতা অনেকবারই এ ব্যাপারে সতর্ক করেছেন তাঁর ¯েœহের কাননকে। মমতা ঐ নামেই ডাকেন শোভনকে। মঙ্গলবার দুপুরে বিধানসভায় ¯িপকারের ঘরে ডেকে পাঠিয়ে মমতা শোভনকে প্রবল ধমক দিয়েছেন। কাজ ফেলে শাড়ি-চুড়ির দোকানে ঘুরে বেড়ানোর অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। ইঙ্গিত যে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিকে, তা বুঝতে পেরে এ দিন কিছুটা উষ্মা প্রকাশ করেছেন শোভন।
তৃণমূল সূত্রের খবরে জানা যায়, এর পরেই মমতা তাঁকে দল বা বৈশাখীর মধ্যে কোনও এক দিক বেছে নিতে বলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব গৌতম সান্যালের হাতে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন শোভন। পরে শোভন তাঁর ঘনিষ্ঠ মহলে বলেন, এ ভাবে অপমানিত হয়ে আর কাজ করা যাচ্ছিল না।
নবান্ন সূত্রে জানা গেছে, মন্ত্রী শোভনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এর পরেই তা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজভবনে রাজ্যপালের কাছে। শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র ছাড়াও দমকল ও আবাসন দপ্তরের মন্ত্রী ছিলেন। এর আগেও বান্ধবী বৈশাখীকে নিয়ে শোভনকে প্রকাশ্যে সতর্ক করেছেন মমতা। ধমকেছেন তিনি। তবে, শোভনকে কখনও তেমন ভাবে উষ্মা প্রকাশ করতে দেখা যায়নি। ‘দিদি’র ধমকের প্রেক্ষিতে কখনও কখনও তিনি নিজের বক্তব্য জানিয়েছেন। কিন্তু এ দিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শোভনের কথায় কিছুটা উষ্মা দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন দলনেত্রী। কলকাতার একটি কলেজের অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুদিন ধরেই ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়েছে। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে ডিভোর্সের মামলাও করেছেন। নিজের বাড়ি ছেড়ে এসে আলাদা ফ্ল্যাটে থাকছেন। সেখানে রাতবিরাতে বান্ধীর যাতায়াত কারও চোখ এড়ায়নি। কাজ ফেলে যে শোভন বান্ধবীকে নিয়ে শপিং করে বেড়াচ্ছেন সেটাও সকলে দেখেছেন। তবে বিষয়টি দিদির কানে যেতেই ক্ষিপ্ত হয়েছেন মমতা। আর তাই দল নয়তো বান্ধবীকে বেছে নেবার পরামর্শ দিয়েছেন মমতা। তারই উত্তরে শোভন ইস্তফা দিয়ে বান্ধবীর কাছে পুরোপুরি সমর্পন করতে চলেছেন কিনা তা জানা যাবে আগামীদিনে।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status