এক্সক্লুসিভ

সিলেটে ১৯ আসনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২১ নভেম্বর ২০১৮, বুধবার, ৭:০৯ পূর্বাহ্ন

সিলেটের ১৯ আসনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন। অপরদিকে- ১৬ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে জাসদ (ইনু)। গতকাল ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চূড়ান্ত প্রার্থীদের মনোনয়ন দেন। এ তালিকায় যারা রয়েছেন তারা হচ্ছেন- সুনামগঞ্জ-১ আসনে মাওলানা ফখর উদ্দিন, সুনামগঞ্জ-২ আসনে মাওলানা আবদুল হাই আল হাদী,  সুনামগঞ্জ-৩ আসনে ক্বারী মুহিব্বুল হক আজাদ, সুনামগঞ্জ-৪ আসনে তানভীর আহমদ তাসলিম,  সুনামগঞ্জ-৫  আসনে হাফিজ মাওলানা হুসাইন আল হারুন, সিলেট-১ আসনে মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, সিলেট-২ আসনে মাওলানা আমীর উদ্দিন, সিলেট-৩ আসনে এম এ মতিন বাদশা, সিলেট-৪ আসনে মাওলানা জিল্লুর রহমান, সিলেট-৫ আসনে মুহাম্মদ নূরুল আমীন, সিলেট-৬ আসনে মুহাম্মদ আজমল হেসেন। মৌলভীবাজার-১ আসনে মো. গিয়াস উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে হাফেজ মতিউর রহমান, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা মুহাম্মদ আসলাম, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা সালাহ উদ্দিন,  হবিগঞ্জ-১ আসনে মাওলানা আবদুুল হান্নান, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবুল জামাল মাসউদ হাসান, হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমদ সোহেল, হবিগঞ্জ-৪ আসনে ক্বারী শেখ শামসুল আলম।

১৬ আসনে জাসদের প্রার্থী: জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)। হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাসদের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভায় সিদ্বান্ত হয়-১৪ দল ও মহাজোটের নির্বাচনী ঐক্যের স্বার্থে প্রয়োজনে জাসদ মনোনীত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন। সিলেট বিভাগের ১৬টি আসনে প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ আসনে কেএম ওহীদুল ইসলাম কবীর, সুনামগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনে এনামুজ্জামান চৌধুরী, সিলেট-১ আসনে রফিকুল হক, সিলেট-২ আসনে শামীম আখতার, সিলেট-৩ আসনে ময়নুল ইসলাম, সিলেট-৪ আসনে নেসার আহম্মেদ কায়সার, সিলেট-৫ আসনে গিয়াস আহমেদ, সিলেট-৬ আসনে লোকমান আহমেদ, মৌলভীবাজার-২ আসনে বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩ আসনে আবদুল হক, মৌলভীবাজার-৪ আসনে এলেমান কবির, হবিগঞ্জ-১ আসনে আবদুল মান্নান, হবিগঞ্জ-২ আসনে মোস্তফা কামাল অথবা জসিমউদ্দিন, হবিগঞ্জ-৩ আসনে তাজ উদ্দিন আহমেদ সুফী, হবিগঞ্জ-৪ আসনে জিয়াউল হাসান তরফদার মাহিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status