বিশ্বজমিন

সরকারি কাজে ইভানকার ব্যক্তিগত ইমেইলের ব্যবহার

মানবজমিন ডেস্ক

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ১১:২১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেয়ে, হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা ইভানকা ট্রাম্প সরকারি কাজের শত শত ইমেইল ব্যক্তিগত ইমেইল একাউন্ট ব্যবহার করে পাঠিয়েছেন বিভিন্ন স্থানে। এ ঘটনা ঘটিয়েছেন তিনি গত বছর। সোমবার ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।

ওই ইমেইলগুলো তিনি পাঠিয়েছেন হোয়াইট হাউসের বিভিন্ন সহযোগীর কাছে, মন্ত্রীপরিষদের সদস্যদের কাছে এবং ইভানকার নিজের সহকারীদেতর কাছে। পত্রিকাটি দাবি করছে, এর অনেক ক্ষেত্রেই ইভানকা সরকারি রেকর্ড সংক্রান্ত যে গোপনীয়তা বজায় রাখার নিয়ম আছে তা লঙ্ঘন করেছেন।

একই কাজ করার কারণে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেট দল থেকে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নির্দয়ভাবে সমালোচনা করেছিলেন ট্রাম্প। হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেছিলেন। এ জন্য তাকে ‘ক্রকড হিলারি’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। আরো বলেছিলেন, তাকে জেলে পাঠানো উচিত। তবে এবার ইভানকার ইমেইল ব্যবহার নিয়ে প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয় নি হোয়াইট হাউস।

তবে ইভানকার আইনজীবি আবে লোয়েল ওই রিপোর্ট নিয়ে কোন আপত্তি করেন নি। মুখপাত্র পিটার মিরিজানিয়ান বলেছেন, ইভানকা এখন সরকারের অংশ। তিনি মাঝে মাঝে ব্যক্তিগত একাউন্ট ব্যবহার করেছেন। অবশ্য তা যৌক্তিক কারণে এবং তার পরিবারের শিডিউলের কথা মাথায় রেখে। তবে এসব মেইলে কোনো ক্লাসিফায়েড বা গোপনীয় তথ্য স্থানান্তর করা হয় নি বলে দাবি করেন তিনি। মিরিজানিয়ান বলেছেন, ইভানকা কোনো মেইলই মুছে দেন নি। মেইলগুলো রেকর্ড করা আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status