বিনোদন

আলাপন

‘এখানে কিছু চমকও থাকবে’

ফয়সাল রাব্বিকীন

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৪৫ পূর্বাহ্ন

জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনি। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। বিশেষ করে নব্বই দশকে অডিওতে ধারাবাহিকভাবে ডলির গানগুলো গ্রহণ করেছেন শ্রোতারা। নব্বই দশকের অন্যতম সফল শিল্পীও ধরা হয় তাকে। অডিওর পাশাপাশি প্লেব্যাকেও তার গাওয়া গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর বাইরে স্টেজে ডলির চাহিদা আঁকাশচুম্বি। বর্তমানেও গানের বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত সময় পার করছেন এ শিল্পী। সব মিলিয়ে কেমন আছেন? কেমন কাটছে দিনকাল? ডলি বলেন, এইতো। বেশ ভালো। সময়টা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। সব মিলিয়ে বেশ ভালোই আছি বলতে পারেন। বর্তমান ব্যস্ততা মূলত কি নিয়ে? ডলি বলেন, এখন আসলে স্টেজ শো নিয়ে ব্যস্ত। দেশের বিভিন্ন স্থানে শো করছি। তাছাড়া নতুন গানও করছি। এদিকে এবার নতুন রুপে আসছেন ডলি। সম্প্রতি এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন । তিনি তার বাছাইকৃত পুরোনো জনপ্রিয় গানই নতুনভাবে, নতুন আয়োজনে ও সাজে প্রকাশ করতে যাচ্ছেন। এসব জনপ্রিয় গানগুলো থেকে ১০টি ভিডিও আকারে প্রকাশ করবেন। এরই মধ্যে দুটি গানের কাজ শেষও করেছেন এ শিল্পী। গান দুটি হচ্ছে-‘শ্যাম তুমি লীলা বোঝো’ এবং ‘বুড়ি হইলাম তোর কারণে’। নতুন করে গান দুটির সংগীতায়োজন করেছেন যথাক্রমে পার্থ মজুমদার এবং সাব্বির। শুধু তাই নয় নতুন করে এ গানগুলোর ভিডিওতেও অংশ নেবেন ডলি। সপ্তাহ খানেকের মধ্যে রেকর্ডকৃত দুটি গানের শুটিং করতে কক্সবাজার যাচ্ছেন এ শিল্পী। জাতীয় নির্বাচনের আগেই ভিডিওর কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। তবে পুরো প্রজেক্টটি প্রকাশ করবেন নির্বাচনের পরেই। কিন্তু হঠাৎ করে নতুন গান না করে পুরোনো গান এভাবে নতুন করে প্রকাশের সিদ্ধান্ত কেন? উত্তরে ডলি সায়ন্তনি বলেন, এর জন্য আসলে আমার পুরো টিমকে (মিউজিশিয়ান) কৃতিত্ব  দেবো। তাদের পরামর্শ থেকেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে লিড গিটারিস্ট এমিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, আমার এ উদ্যোগের শুরু থেকে এখনো পর্যন্ত নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে সে। আর আমারও মনে হয়েছে চলতি প্রজন্মের কাছে আমার আগের জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে উপস্থাপন করা উচিত। তাদের কাছে যেন গানগুলো পৌঁছাতে পারি, সেজন্য এ উদ্যোগ নিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে, গানগুলো ব্যবসায়িক চিন্তা থেকে করছি না। আমার জনপ্রিয় গানগুলোকে একত্রে সংরক্ষণ করার চিন্তা থেকেও এমনটা করা। এজন্য গানগুলো আমার নামের ইউটউব চ্যানেল থেকে প্রকাশ করবো। এখানে কিছু চমকও থাকবে। আশা করছি শ্রোতা-দর্শক ভালো কিছুই পাবেন এরমধ্যে। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? ডলি বলেন, এখন অবস্থা মোটামুটি। তবে আগের মতো অবস্থাতো নেই। আগে একটি উৎসবে বিভিন্ন শিল্পীর শত শত গানের অ্যালবাম প্রকাশ হতো। একটা উৎসব উৎসব অবস্থা তৈরি হতো আগে থেকে। শিল্পীরাও অপেক্ষায় থাকতেন উৎসবে নিজেদের নতুন গান প্রকাশের। অন্যদিকে শ্রোতারাও পছন্দের শিল্পীর গানের অ্যালবামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। আগে বলতে গেলে ঈদ কিংবা অন্য উৎসবগুলোর মূল আকর্ষণই ছিলো নতুন অ্যালবাম। এখনতো অ্যালবাম প্রকাশের চলই উঠে যাচ্ছে। সিঙ্গেল প্রকাশ হচ্ছে কেবল। ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। সব মিলিয়ে আগের মতো আর জমজমাট নেই গানের বাজারের অবস্থা। তাছাড়া যেহেতু এখন সিঙ্গেল প্রকাশ হচ্ছে অ্যালবামের পরিবর্তে, তাই সংখ্যায়ও গান কম প্রকাশ হচ্ছে। তবে যদি একটা নিয়মের মধ্যে ডিজিটালি গান প্রকাশটাকে আনা যায় তাহলে হয়তো গানের অবস্থা ভালোর দিকে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status