বাংলারজমিন

শ্রীমঙ্গলে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৫৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে রেললাইনের লেবুবাগানের পাশে অজ্ঞাত পরিচয়ধারী আনুমানিক ৩২ বছরের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার ৯নং সাতগাঁও ইউনিয়নের ছনখলা বস্তির রেললাইনের লেবুবাগানের পাশের ঝোপঝাড় থেকে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল জিআরপি থানায় নিয়ে আসে। সেখানে সুরতহাল রিপোর্ট তৈরির পর বিকাল সাড়ে ৪টার দিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। অন্যদিকে সংবাদ পেয়ে সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ঘটনাস্থলে যান। সীমানা রেলওয়ে জিআরপি থানার অধীনে হওয়ায় তারা প্রাথমিক তদন্ত শেষে ফিরে যান। স্থানীয়রা জানান, ‘মুখমণ্ডল কালি মাখিয়ে বিকৃতি করা ওই নারীর লাশ দেখতে সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত নারী পুরুষ ঘটনাস্থলে ভিড় জমান। কিন্তু কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেনি। শ্রীমঙ্গল জিআরপি থানার উপপরিদর্শক মো. আলীম উদ্দিন জানান, ‘সংবাদ পেয়ে সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীর লাশ দেখতে পান। তার পরনে ছিল সবুজ রঙের সালোয়ার ও গোলাপি রঙের ব্রা। মুখ মণ্ডল ছিল কালো কালি দিয়ে মাখানো। প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে তাকে কেউ মেরে সেখানে ফেলে রেখেছে। এ ঘটনায় জিআরপি থানায় ইউডি মামলা রজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘মুখে কালো জাতীয় একটা দিয়ে মেয়েটির চেহারা লুকানোর চেষ্টা করা হয়েছে। মেয়েটার চেহারা চিনা যাচ্ছে না। সীমানা রেলওয়ে থানা হওয়ায় জিআরপি থানা তদন্ত করবে। তবে আমি নিজে একটা ছায়া তদন্তের ব্যবস্থা করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status