শিক্ষাঙ্গন

ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৫৫ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির পুনঃপরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গতকাল বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ১৮১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৮৬ জন। পাসের হার শতকরা ৬১ দশমিক ১০ শতাংশ। পরীক্ষার বিস্তারিত ফলাফল ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে ‘ঘ’ ইউনিটের নোটিশ থেকে জানা যাবে। তাছাড়া, যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে  send করে ফিরতি SMS-এ ফলাফল পাওয়া যাবে। এদিকে ফল প্রকাশে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলন ছাড়াই ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ই অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। পরীক্ষা বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। এরপর ১৬ই অক্টোবর প্রকাশিত ফলাফলেও অস্বাভাবিকতা ধরা পড়ে। নিকট অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে পাসের হারে। এ ছাড়াও প্রথম সারির ১শ জনের অন্তত ৭০ জনই নিজ নিজ ইউনিটে ফেল করে। এতে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। পরীক্ষা বাতিলের দাবিতে ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রলীগ ও ছাত্রদলসহ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। দুই দফায় তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৬ নভেম্বর ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status