বাংলারজমিন

তৃণমূলের চাপে প্রার্থী কামরান

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:২৬ পূর্বাহ্ন

এখন ব্যাকফুটে নেতা সিলেটের বদর উদ্দিন আহমদ কামরান। এক সময় সিলেট শাসন করেছেন। তাকে ঘিরেই আবর্তিত হয়েছে সিলেট আওয়ামী লীগের রাজনীতি। কিন্তু পর পর দুইবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হওয়ার পর অনেকটা নিশ্চুপ হয়ে গেছেন। কিন্তু মাঠ ছাড়েননি কামরান। এখনো তিনি সুযোগের অপেক্ষায় রয়েছেন। আর এই সুযোগ পেতে তিনি সিলেট-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন। নিজের ভাগ্যকে ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। জানালেন- ‘দলীয় সভানেত্রী চাইলেই কেবল তিনি এ আসন থেকে নির্বাচন করতে পারেন। নতুবা নির্বাচন করবেন না।’ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। ২০০৩ ও ২০০৮ সালের সিটি নির্বাচনে তিনি পর পর দুই দফা মেয়র নির্বাচিত হন। এরপর নিজ দল ক্ষমতায় থাকলেই তার বিপর্যয় শুরু হয়। ২০১৩ ও ২০১৮ সালের সিটি করপোরেশন নির্বাচনে তিনি পরাজয় বরণ করেন। পরাজয় বরণ করলেও বসে নেই কামরান। এখনো হাল ছাড়েননি। নিজেকে মাতিয়ে রেখেছেন রাজনীতিতে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্যের পাশাপাশি সিলেট মহানগর আওয়ামী লীগেরও সভাপতির দায়িত্ব পালন করছেন। বিগত সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় বরণের পর থেকেও তিনি রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। এবার সিলেট-১ আসনে দলীয় মনোনয়ন চেয়েছেন কামরান। সিলেটে কামরানের নেতৃত্বে আওয়ামী লীগের বিশাল একটি বলয় রয়েছে। তার বলয়ের মধ্যে আওয়ামী লীগ ছাড়া অঙ্গ-সংগঠনেও নেতাকর্মীদের আধিপত্য রয়েছে। এই বলয় রাজনীতিতে এখনো সক্রিয়। কামরান জানালেন- ‘তিনি স্বাধীনতার পর থেকে সিলেটে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। ছিলেন জনপ্রতিনিধিও। তৃণমূল নেতারা সব নেতার কাছাকাছি যেতে পারে না। আমার দরজা সবার জন্য খোলা। এ কারণে তৃণমূলে রয়েছে আমার গ্রহণযোগ্যতা। তিনি বলেন- সিটি নির্বাচনের পর জানিয়েছিলাম আর নির্বাচন করবোই না। কিন্তু তৃণমূলের চাপে আবারো নির্বাচনে নেমেছি। এবার সিলেট-১ আসন থেকে মনোনয়ন চাই। দল থেকে মনোনয়ন দিলে তিনি প্রার্থী হবে বলে জানান।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status