বাংলারজমিন

গোপালগঞ্জে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৯ জন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

২০ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:২৫ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের তিনটি আসন থেকে বিএনপির ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে ৫ জন, গোপালগঞ্জ-২ আসনে তিনজন ও গোপালগঞ্জ-৩ আসনে একজন প্রার্থী রয়েছেন। গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. শরফুজ্জামান জাহাঙ্গীর, কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু ও বিএনপি নেতা মঈনুল ইসলাম হিটু। গোপালগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন, জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, বরিশাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ভিপি ডা: কে এম বাবর ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাগর মজুমদার। গোপালগঞ্জ-৩ আসনে একমাত্র ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তবে তিনি বর্তমানে জেলে থাকায় তার পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা বিএনপির সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম শরফুজ্জামান জাহাঙ্গীর বলেন, ‘আমি মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছি। দল আমাকে নমিনেশন দিলে ভালো ফলাফল করার আশা করছি। বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘বিএনপির মনোনয়ন নিয়ে এর আগেও আমি নির্বাচন করেছি।
টা আওয়ামী লীগের ঘাঁটি হলেও সম্মানজনক অবস্থান ধরে রাখতে পারব।’ জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আশা করি দল আমাকে নমিনেশন দিবে। তারপরেও আমি না পেলে দল যাকে দিবে আমি তার পক্ষে কাজ করব।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status