অনলাইন

সীমান্তে আটক তিন নাইজেরিয়ান

ফেনী প্রতিনিধি

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৬:৩৮ পূর্বাহ্ন

ফেনীর পরশুরামে এক নারীসহ তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার ভোরে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় টহলরত বিজিবির সদস্যরা তিনজনকে আটক করে।
ফেনী-৪ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শামীম ইফতেখার জানান, ভোরে তিন বিদেশীকে ভারত সীমান্তবর্তী এলাকায় সীমানা পিলার ২১৫৯/৩ এ ঘুরাঘুরি করতে দেখলে বর্ডারগার্ড ব্যাটালিয়ন’র (বিজিবি) নিজকালিকাপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার মুর্শেদের নেতৃত্বে একটি দল তিনজন নাইজেরিয়ান নাগরিককে আটক করে। জব্দ করা হয় সিএনজি অটোরিক্সা (ফেনী-থ ৬১৬৯)।
আটককৃতরা হলেন, নাইজেরিয়ার এনঙ্গু শহরের আয়নানুউ ওসন্দু মরিস (পুরুষ) (৩৪), পাসপোর্ট নম্বর এ-০৭১১৭৪৫৮, নাইজেরিয়ার ননউই শহরের চুকুমুমেজ ওবিন্না আইজাক (পুরুষ) (৪০), পাসপোর্ট নম্বর এ-০৯২৬২৩৯৩, নাইজেরিয়ার ওনিশা শহরের চুকুব্বিবিমা ইউচুকু আনায় (মহিলা) (৪৫), পাসপোর্ট নম্বর এ- ৫০৪৯৬৭৫৪। এসময় তাদের বহনকারী অটোরিক্সা চালক আবুল হাসেমকেও আটক করে।
বিজিবি সদস্যরা আরও জানান, নাইজেরিয়ান নাগরিকদের কাছে বাংলাদেশী ভিসা সম্বলিত পাসপোর্ট পাওয়া গেলেও ভারতীয় কোন প্রকার ভিসা কিংবা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ সময় নাগরিকদের কাছ থেকে বিভিন্ন প্রকার (প্রায় ত্রিশ কেজি ) ঔষধি গাছের শুকনো পাতা, ফল, বিভিন্ন মশলা, সামুদ্রিক শুটকি মাছ, ও আনুমানিক ৭০-৮০ হাজার টাকার গার্মেন্টস মালামাল পাওয়া যায়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, সোমবার বিকেলে আটকৃতদের পরশুরাম থানা পুলিশে সৌপর্দ করে বিজিবি। তাদের বিরুদ্বে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status