খেলা

পাকিস্তানের বিপক্ষে ৪ রানের নাটকীয় জয় কিউইদের

স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৫:০৪ পূর্বাহ্ন

আবুধাবি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৪ রানের নাটকীয় জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। শেখ জায়েদ স্টেডিয়ামে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ম্যাচের নিষ্পত্তি ঘটে। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৮.৪ ওভারে ১৭১ রানে অলআউট হয় পাকিস্তান। শেষ ৪১ রানে ৭ উইকেটের পতন ঘটে। লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি আজহার আলী (৬৫)। শেষ ব্যাটসম্যান হিসেবে এজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন আজহার। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। এর মধ্য দিয়ে টেস্ট অভিষেকে এক ইনিংসে পাঁচ উইকেটের নৈপুণ্য দেখান বাঁহাতি স্পিনার প্যাটেল। ৩৭/০ সংগ্রহ নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান। দলীয় ৪৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর আসাদ শফিকের সঙ্গে ৮২ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান আজহার। দলীয় ১৩০ রানে শফিককে (৪৫) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ব্রেকথ্রু আনেন কিউই পেসার নেইল ওয়াগনার। এরপর আর কেউই আজহারকে সঙ্গ দিতে পারেননি। রানআউট হন বাবর আজম (১৩)। দুইটি করে উইকেট নেন লেগস্পিনার ইশ শোধি ও ওয়াগনার। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ১৫৩ রানে গুটিয়ে দিয়ে ২২৭ রানে থামে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ২৪৯ রানে অলআউট হয় ব্ল্যাক ক্যাপরা। ইয়াসির শাহ ও হাসান আলী দুইজনই পাঁচ উইকেট নেন। দুবাইতে আগামী ২৪ই নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। এর আগে সীমিত ওভারে সিরিজে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ (৩-০) হওয়ার পর ১-১ সমতায় (তৃতীয় ম্যাচ পরিত্যক্ত) ওয়ানডে সিরিজ শেষ করে কিউইরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status