বিনোদন

আলাপন

'আমি একজন স্বপ্নবিলাসী মেয়ে'

এন আই বুলবুল

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ১১:৫৯ পূর্বাহ্ন

একটা নিরাপদ বাংলাদেশ চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তা চাই। ক্ষমতার পালাবদল হচ্ছে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার হচ্ছে না। বাসার বের হলে নিশ্চয়তা থাকে না ঠিকভাবে আবার পৌঁছতে পারবো কিনা। দেশের চলমান ও ভবিষ্যৎ নিয়ে এভাবে কথা বললেন দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। তিনি আরো বলেন, দেশের এক শ্রেনির মানুষ বিপুল অর্থের মালিক হচ্ছে। অন্যদিকে এক শ্রেণির মানুষ নানামুখী সমস্যায় দিন কাটাচ্ছে। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সমতার প্রয়োজন। অভিনয়ের বাইরে এই অভিনেত্রীর রান্নার প্রতি দারুণ আকর্ষণ রয়েছে বলে জানান।  তার ভাষ্য, রন্ধন শিল্প  বিষয়টি আমার পছন্দের কাজগুলোর একটি অংশ জুড়ে রয়েছে। যদিও কাজটি শখে করি তবুও এ কাজে নানান এক্সপেরিমেন্ট করতে কখনো পিছপা হই না। কয়েক দিন আগে দেশ টেলিভিশনের আমন্ত্রণে রান্নাবিষয়ক একটি অনুষ্ঠানে গিয়েছি। সময়টা কেটেছে ভীষণ আনন্দে। সত্যি বলতে বাঙালি নারীদের রান্নার প্রতি আলাদা একটা টান থাকে। বাসার সবাইকে রান্না করে খাওয়াতে পছন্দ করে। এই অভিনেত্রী আজ শুটিং করছেন ‘রসের হাড়ি’ শিরোনামের একটি ধারাবাহিকের। এটি প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। আকাশ রঞ্জনের রচনায় এটি নির্মাণ করছেন মেহেদি হাসান হৃদয়। এই ধারাবাহিকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ছবি বলেন, আমি ধারাবাহিকটির মাঝ পথে এসেছি। এরইমধ্যে বেশ কিছু পর্ব আমার প্রচার হয়েছে। বিভিন্ন মজার মজার গল্পের মধ্য দিয়ে নির্মাতা এই নাটকে সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন। এদিকে এই অভিনেত্রী সম্প্রতি কায়সার আহমেদের ‘বকুলপুর’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন। খুব শিগগির এটির প্রথম লটের কাজ শেষ হবে। ছবি বলেন, এই ধারাবাহিকে আমি একজন স্বপ্নবিলাসী মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গ্রামের মেয়ে হয়েও স্বাধীনচেতা জীবন পছন্দ করি। যাত্রা পালা দেখি। এভাবে আমার চরিত্রটি এগিয়ে যাবে। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। বরাবরই ক্যারিয়ারের শুরু থেকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন তিনি। তারই ধারাবাহিকতায় তথ্যমন্ত্রণালয়ের একটি তথ্যচিত্রে ছবি পোলট্রি ফার্মের ডিম ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে ছবি অভিনীত ‘মগের মুল্লুক’, ‘ফুল এইচডি’, ‘সোনাভান’ ও ‘বন্ধু বটে’সহ বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। ছোট পর্দার বাইরে ছবি বড় পর্দায়ও কাজ করেছেন। এরইমধ্যে এম সাখাওয়াত হোসেনের ‘জমিদার’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। দেশবিভাগের সময়ের একটি গল্প নিয়ে এ ছবির কাহিনী তৈরি হয়েছে। এতে ফারজানা ছবি জমিদারের বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছেন। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘নদী কাব্য’ শীর্ষক আরো একটি ছবি। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ হোসেন জেমি। ভালো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন ছবি। চলচ্চিত্র প্রসঙ্গে তিনি বলেন, এখন দর্শক শুধু নাচ-গানের ছবি দেখছে না। বিভিন্ন ধরনের গল্পের ছবি তারা দেখতে চায়। আমাদের অনেক নির্মাতা নাচ-গানের বাইরের ছবিও এখন নির্মাণের জন্য এগিয়ে আসছেন। তেমন কোনো ছবির ভালো-গল্প ও চরিত্রের অপেক্ষায় আছি। যেটি দিয়ে দর্শকদের মনে দাগ কাটতে পারবো। এই সময়ের শিল্পীদের নিয়েও তিনি কথা বলেন, নতুন প্রজন্মের অনেক শিল্পী কাজের চেয়ে নিজের প্রচারণায় ব্যস্ত থাকে। ভালো কাজ করলে দর্শকই একজন শিল্পীর প্রচারের দায়িত্ব নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status