বাংলারজমিন

বরিশাল-৫

ধানের শীষে লড়তে চান রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ৮:৫৪ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে ধানের শীষ নিয়ে লড়তে চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে পরিচিতি লাভ করা রহমাতুল্লাহ ইতিধ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দীর্ঘদিন এই বিএনপি নেতা দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিয়মিত। এছাড়া প্রায় প্রতিদিন প্রেস ক্লাব-ডিআরইউসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে দলের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের কাছে বেশ জনপ্রিয় তিনি। দলের দুর্দিনে ব্যাপক কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে গ্রেপ্তার-মামলা-হামলার শিকার হয়েও পিছপা না হওয়ার প্রশংসাও রয়েছে সর্বস্তরে। রহমাতুল্লাহ বলেন, এটা শুধু নির্বাচন নয়, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে এই নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে। কি কারণে মনোনয়ন প্রত্যাশী জানতে চাইলে তিনি বলেন, বরিশাল-৫ আসনে বাকি যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তারা সকলেই সিটি করপোরেশনের বাসিন্দা। কিন্তু আমার এলাকার জনগণ সিটি করপোরেশনের বাইরের দশটি ইউনিয়নের বাসিন্দা থেকে এমপি নির্বাচিত করতে চায়। তিনি বলেন, আমি চরমোনাই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় পার্শ্ববর্তী ১০টি ইউনিয়নের ভোটাররা আগ্রহ করে ভোট দেবেন। এছাড়া এই আসনের জণগন ধানের শীষে সবসময় ভোট দিয়ে আসছে। এই আসন ধানের শীষের ঘাঁটি। তারা মিডিয়ার কল্যাণে বিগত দিনে আমাকে আন্দোলন-সংগ্রামের প্রথম কাতারের একজন কর্মী হিসেবে চেনে। দল মনোনয়ন দিলে নেতা-কর্মী-জনগণ বিপুল উদ্দীপনার সাথে আমার জন্য কাজ করবে এবং ভোট দিয়ে নির্বাচন করে চলমান গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জনে অবদান রাখবে বলে আমার বিশ্বাস। মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী জিজ্ঞেস করলে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার আন্দোলন-সংগ্রামের ব্যাপারে অবহিত। তাছাড়া মনোনয়ন বোর্ডে যারা থাকবেন তারা ব্যক্তিগতভাবে আমার কর্মকাণ্ড সম্পর্কে জানেন। তারা সকলেই যদি বিগত ১২ বছরের কর্মকাণ্ড বিবেচনা করেন তাহলে অবশ্যই আমাকে মনোনয়ন দেবেন। তবে তিনি বলেন, সকল নির্বাচনী এলাকায় দল যাকে মনোনয়ন দেবে সকল মতভেদ ভুলে গিয়ে তাদের বিজয়ী করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status