অনলাইন

এইডস ঝুঁকিতে ২৩ জেলা

স্টাফ রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৭:২৬ পূর্বাহ্ন

দেশের ২৩টি জেলা বেশি এইডস ঝুঁকিতে রয়েছে। মোট এইডস আক্রান্ত রোগীর মধ্যে ৩শ’ শিশু এই রোগে আক্রান্ত। ১৯৮৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫ হাজার ৫শ’ ৮৬ জনকে এইচআইভি আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পর্যন্ত মারা গেছে ৯শ’ ২৪ জন। বাংলাদেশে মাসে একজন এইডস আক্রান্ত রোগীর পিছনে সরকারের খরচ ৬ থেকে ১৪ হাজার টাকা। গত বছর ৮শ’ ৬৫ জন নতুন রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩১ শতাংশই মাইগ্রেন্ট কর্মী।

আজ রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মশালায় লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সামিউল ইসলাম এই তথ্য জানিয়েছেন। যেসব জেলা এইডস-এর ঝুঁকিতে এগুলো হচ্ছে- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, মৌলভাবাজার, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, যশোর, ও সাতক্ষীরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার ডাক্তার আখতারুজ্জামান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status