খেলা

১৭ বছরের অপেক্ষার অবসান ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ১:৩৪ পূর্বাহ্ন

চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল ইংল্যান্ড। জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারতে শেষ দিনে এক ঘণ্টাও লাগল না। দুই স্পিনার জ্যাক লিচ ও মঈন আলীর দারুণ বোলিংয়ে পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কাকে ৫৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। ১৭ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড। এর আগে সবশেষ তারা শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল ২০০১ সালের শুরুতে। এ ছাড়া ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর এই প্রথম দেশের বাইরে সিরিজ জিতল ইংলিশরা। আর রুটের অধীনে দেশের বাইরে তাদের প্রথম সিরিজ জয়। ৩০১ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ৭৫ রান। আর ইংল্যান্ডের দরকার ছিল ৩ উইকেট। ইংল্যান্ডের আশা কিছুটা জিইয়ে রেখেছিলেন ২৭ রান নিয়ে দিন শুরু করা নিরোশান ডিকওয়েলা। কিন্তু ৩৫ রান করে স্পিনার মঈনের বলে নাজগড়ে ফেরেনে তিনি। এক বল পর মঈন আলীর বলে বোল্ড হয়ে ফেরেন সুরঙ্গা লাকমাল। আর দুই ওভার পর ২৪৩ রানে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দেন লিচ। অথচ চতুর্থ দিনে একটা সময় জয়ের পাল্লা ভারী ছিল শ্রীলঙ্কার দিকেই। চা বিরতির সময় জয় থেকে ৮২ রান দূরে ছিল শ্রীলঙ্কা, হাতে ৫ উইকেট। তখন ৮৭ রানে ব্যাটিংয়ে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু চা বিরতির পর ২০ বলের মধ্যেই পাল্টে যায় চিত্র। বিরতির পর মঈনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ম্যাথিউস। খানিক বাদে লিচের বলে আউট দিলরুয়ান পেরেরাও। এরপর বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছিল আগেভাগেই। ইংল্যান্ডের হয়ে ৮৫ রানে ৫ উইকেট নিয়েছেন লিচ। বাঁহাতি এই স্পিনার তিন টেস্টের ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেট পেলেন। অফ স্পিনার মঈন ৭২ রানে নিয়েছেন ৪ উইকেট। লিচ পাঁচ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক রুট। আগামী শুক্রবার কলম্বোয় শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯০ ও ২য় ইনিংস: ৩৪৬
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৩৬ ও ২য় ইনিংস: ২৪৩
ফল: ইংল্যান্ড ৫৭ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে
ম্যান অব দ্য ম্যাচ: জো রুট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status