বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৃজিতের দুই ছবি

কলকাতা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ১২:১২ অপরাহ্ন

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সাম্প্রতিক ছবিগুলির সঙ্গে বাংলাদেশের একটি যোগসূত্র রয়েছে। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ইতিমধ্যেই  সৃজিতের দুটি ছবিতে অভিনয় করেছেন। আর তাই সৃজিতের ছবি নিয়ে বাংলাদেশে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৃজিতের দুটি ছবি একসঙ্গে আমন্ত্রিত হওয়ায়  খুশি সকলেই। সৃজিত নিজেও বলেছেন, একজন চলচ্চিত্রকারের দুটি ছবি একই উৎসবে দেখানোর ঘটনা নিঃসন্দেহে দুর্লভ। সেটাই ঘটতে চলেছে আগামী বছরের জানুয়ারিতে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই উৎসবে দেখানো হবে সৃজিতের তৈরি ‘উমা’ ও ’এক যে ছিল রাজা’। অবশ্য গোয়াতে আয়োজিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সৃজিতের দুটি ছবি দেখানো হচ্ছে। তবে সেখানে দেখানো হবে ‘উমা’ ও ‘বেগমজান’। অবশ্য গোয়া উৎসবে ইন্ডিয়ান প্যানোরমা বিভাগের ফিচার ফিল্ম অংশে দেখানো হবে ‘উমা’। আর ‘বেগমজান’ দেখানো হবে স্টেট ফোকাস বিভাগে। কিন্তু ঢাকা উৎসবে ‘উমা’ ও ‘এক যে ছিল রাজা’ দেখানো হবে একই বিভাগে। সৃজিত অবশ্য দুটি চলচ্চিত্র উৎসবে দুটি করে ছবি দেখানোকে বিশেষ সম্মান বলেই মনে করছেন। উল্লেখ্য, ‘উমা’তে জয়া না থাকলেও ‘এক যে ছিল রাজা’ ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status