খেলা

বিসিএলে দল পাননি আশরাফুল

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ১১:৪১ পূর্বাহ্ন

প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেট লীগ বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)। কিন্তু এবারের আসরে ফর্মহীনতার জন্য দল পাননি বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লীগের সেরা ৮০ ক্রিকেটারকে নিয়ে ২১ নভেম্বর থেকে শুরু হবে বিসিএল। আজ হয়ে গেল বিসিএলের ড্রাফট। হুটহাট বিসিএলের এ ড্রাফটে ফর্মের জন্য স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে আসা আশরাফুলের জন্য আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। গতবার আশরাফুল খেলেছিলেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে। এবার তাকে ধরে রাখেনি দলটি। এছাড়া ড্রাফট থেকেও কেউ নেয়নি তাকে। সবশেষ ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগে ব্যাট হাতে নিজেকে জানান দিতে পারেননি আশরাফুল। এনসিএলে তার এমন বাজে ফর্মের জন্যই তাকে দলে নেয়নি কেউ। জাতীয় ক্রিকেট লিগে সবশেষ আসরে ঢাকা মেট্রোর হয়ে আলো ছড়াতে পারেননি আশরাফুল। দলটির হয়ে মোট ৬ ম্যাচের ৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে সবেমাত্র ২৫৩ রান। যেখানে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫৩ রানের। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসে ছিল ৪৯ রানের। এছাড়া ব্যাটিংয়ে সঙ্গে বল হাতে ৭টি উইকেট নেন তিনি। ২১ নভেম্বর শুরু হচ্ছে বিসিএলের সপ্তম আসর। প্রথম রাউন্ডে ওয়ালটনের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রাজশাহীতে খেলবে বিসিবি নর্থ জোন ও ইসলামী ব্যাংক ইষ্ট জোন। ফ্রাঞ্চাইজিগুলো গতবারের দল থেকে সর্বোচ্চ ছয়জন রিে ড্রাফট টইন করতে পেরেছে। বাকিদেও নেয়া হয়েছে থেকে। ২০ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ম্যাচে থাকবেন সর্বোচ্চ ১৫ খেলোয়াড়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status