বাংলারজমিন

ময়মনসিংহে ১১ আসনে মনোনয়ন লড়াইয়ে ২৭৩ প্রার্থী

মতিউল আলম, ময়মনসিংহ থেকে

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:৩০ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলায় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ২৭৩ জন। এর মধ্যে আওয়ামী লীগের ১৭২ জন, বিএনপির ৭২ জন ও জাতীয় পার্টির ২৩ জন। এ ছাড়াও সিপিবির ২ জন, জাসদের ৬ জন, জাতীয় পার্টি (মঞ্জু) একজন, নাগরিক ঐক্যের একজন, ইসলামিক আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) একজন ও বাংলাদেশ জমিয়তে ইসলামের একজন, খেলাফত মজলিসের একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): এই আসনে মনোনয়ন প্রত্যাশী ২৩ জন। এরমধ্যে আওয়ামী লীগের ১৪ জন, বিএনপির সাতজন ও জাতীয় পার্টির ২ জন। জাসদের ১ জন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন জুয়েল আরেং এমপি, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, কবিরুল ইসলাম বেগ, অধ্যাপক কবিরুল ইসলাম, জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম রানা, ডা. সি এন সরকার চন্দন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, অধ্যক্ষ হেলাল উদ্দিন, ডা. আসাদুজ্জামান আকন্দ সাগর, অধ্যক্ষ মনোয়ার হোসেন মিনার ও টিপু সুলতান। বিএনপির প্রার্থীরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক এমপি আফজাল এইচ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর, খালেদা জিয়া মুক্তি পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সালমান ওমর রুবেল, ব্যারিস্টার তমিজ উদ্দিন, মফিজ উদ্দিন ও হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ। জাতীয় পার্টির প্রার্থীরা হলেন জাহিদুল ইসলাম পাপ্পু ও অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। জাসদের আমিনুল হক।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): এই আসনে মনোনয়ন ক্রয় করেছেন ২৯ জন। এদের মধ্যে আওয়ামী লীগের ১৭ জন, বিএনপির ৫ জন, জাতীয় পার্টির ৪ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন শরীফ আহম্মেদ এমপি, সাবেক এমপি হায়াতুর রহমান খান বেলাল, জেলা আওয়ামী লীগ সদস্য শাহ কুতুব চৌধুরী, জেলা আওয়ামী লীগ সদস্য ব্যারিস্টার আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মুক্তিযোদ্ধা এমএ হাকিম সরকার, কেন্দ্রীয় শ্রমিকলীগ সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, জেলা শ্রমিক লীগ সভাপতি আফতাব উদ্দিন, সাবেক বিএমএ সভাপতি প্রফেসর ডা. সোহরাব আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রব, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, তারাকান্দা যুবলীগ সভাপতি মো. শামছুল আলম রাজু, আওয়ামী লীগ নেতা রুবেল চৌধুরী, অধ্যক্ষ জামাল উদ্দিন ও জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন। বিএনপির প্রার্থীরা হলেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ শাহীদ সারোয়ার, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ফুলপুর উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আবুল বাসার আকন্দ ও ফুলপুর উপজেলা বিএপির সাবেক সভাপিত অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান, তারাকান্দা বিএনপি নেতা মাসুদ রানা খান। জাতীয় পার্টির প্রার্থীরা হলেন ফুলপুর উপজেলা শাখা জাপার সদস্য সচিব এনায়েত হোসেন ম-ল, তারাকান্দা উপজেলা শাখা জাপার সদস্য সচিব এমদাদ হোসেন খান, জাতীয় ছাত্র সমাজ নেতা নুর মোহাম্মদ ও জাতীয় পার্টি মঞ্জু গ্রুপের মুক্তিযোদ্ধা শেখ আলালউদ্দিন। এ ছাড়া নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মুফতি গোলাম মওলা ভূইয়া ও বাংলাদেশ জমিয়তে ইসলামের মাওলানা খায়রুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে খবর পাওয়া গেছে।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর): এই আসনে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ২৪ জন। এর মধ্যে আওয়ামী লীগের ১৬ জন ও বিএনপির ৮ জন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম মুহম্মদ আজাদ, ময়মনসিংহ মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মতিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনু, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক একেএম আবদুর রফিক, সদস্য নাজনীন আলম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভিপি বাবুল, পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি, তরুণ আওয়ামী লীগ নেতা এমএ মামুন। বিএনপির প্রার্থীরা হলেন জাতীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, জেলা জাতীয়বাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক, ড্যাব নেতা ডা. সেলিম আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান, হাফেজ আজিজুল হক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মো. সামছুল হক ভিপি শামছু, জাসাস নেতা সেলিম বালা। এ ছাড়া সিপিবি থেকে হারুন আল বারি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ময়মনসিংহ-৪ (সদর): আসনে আওয়ামী লীগ ও বিএনপির ২৩ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৬ জন, বিএনপির পাঁচজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও সিপিবির একজন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, তার ছেলে মোহিত উর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মুকুল নিকেতনের সাবেক অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অর্জনা কবির। জাতীয় পার্টি থেকে একমাত্র প্রার্থী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, নগর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এম এ হান্নান খান, জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম। এ ছাড়া সিপিবি থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত মনোনয়ন জমা দিয়েছেন। জেলা জাসদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): আসনের মনোনয়নের প্রত্যাশায় ২৪ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৬ জন, বিএনপির ৫ জন, জাতীয় পার্টি একজন, জাসদের একজন, খেলাফত মজলিসের একজন, ওয়ার্কার্স পার্টির একজন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন সাবেক এমপি কে এম খালিদ বাবু, আবদুল হাই আকন্দ, অ্যাডভোকেট বদর আহমেদ, বিল্লাল হোসেন সরকার, কৃষিবিদ নজরুল ইসলাম, তাহমিনা জাকারিয়া, মোহাম্মদ তারেক, দেবাশীষ ঘোষ বাপ্পী, আবদুস সামাদ মাস্টার, আজিজুল হক ইদু, এমদাদুল হক যদু, হোসেন আলী সরকার, খন্দকার আহসানুল কবির সুমন, সত্য স্বপন চক্রবর্তী, রেজাউল করিম রেজা ও আহসান মোহাম্মদ আজাদ। বিএনপির প্রার্থীরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তার ছোট ভাই জেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বাবলু, উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, এখলাছুর রহমান জুয়েল ও মাহবুবুল আলম ফরহাদ। জাতীয় পার্টির থেকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহম্মেদ মুক্তি এমপি, ওয়ার্কার্স পার্টির জাকির হোসেন বাবুল ও খেলাফত মজলিস থেকে মুফতি হাবিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জাসদের কায়সার আহম্মেদ।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ২০ জন। এর মধ্যে আওয়ামী লীগের ১৪ জন, বিএনপির ৩ জন ও জাতীয় পার্টির ৩ জন ও জাসদের ১ জন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. মোসলেম উদ্দিন এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজকের বাংলাদেশের সম্পাদক অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক সরকার, প্রফেসর ড. আবদুল মান্নান আকন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কে বি এম আমিরুল ইসলাম খাইরুল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. মফিজ উদ্দিন ম-ল, ইউপি চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, রফিকুল ইসলাম তোতা, স্বেচ্ছাসেবক লীগের মো. গোলাম রব্বানী, আওয়ামী লীগের ইয়াসিন আলী, যুবলীগের গোলাম সারওয়ার জাকির। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামছউদ্দিন আহমদ, জেলা বিএনপির সদস্য আখতারুল আলম ফারুক ও মো. আবদুল আজিজ। জাতীয় পার্টির প্রার্থীরা হলেন জাপা চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা ডা. কে আর ইসলাম, মাহফিজুর রহমান বাবুল ও শ্রমিক পার্টি কেন্দ্রীয় নেতা আঞ্জু আরা বেগম। জাসদের নেতা কমিশনার শফিকুল ইসলাম মিন্টু।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল): আসনে মনোনয়নের প্রত্যাশায় ২৭ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৬ জন, বিএনপি’র ৫ জন, জাতীয় পার্টি ৫ জন, জাসদের একজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর একজন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেনÑ সাবেক এমপি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আবদুুল মতিন সরকার, সাবেক এমপি এডভোকেট রেজা আলী, ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জালাল উদ্দীন খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট জিয়াউল হক সবুজ, আশরাফুল ইসলাম ম-ল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম হাবিবুর রহমান খান, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, আওয়ামী লীগ নেতা ছাইফুল ইসলাম মানিক, যুবলীগ নেতা শাহিন পারভেজ লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য নুরুল আমিন মিলন পাঠান ও সাংবাদিক শরীফ তালুকদার। বিএনপি’র প্রার্থীরা হলেনÑ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি শাহাবুল ইসলাম। জাতীয় পার্টির প্রার্থীরা হলেনÑ সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ডা. কেআর ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী ম-ল, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুল বারী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন ও সাংগঠনিক সম্পাদক মুহিদুল আলম মহিত। জাসদের রতন সরকার। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আজিজুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): আসনে একাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ক্রয় করেছেন ২১ জন। এর মধ্যে আওয়ামী লীগের ১০ জন, বিএনপি’র ১০ জন ও জাতীয় পার্টির একজন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেনÑ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবদুুছ ছাত্তার, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, এডভোকেট শাহ মঞ্জুরুল হক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির পরিচালক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আহ্বায়ক কমিটির সদস্য সাবেক অতিরিক্ত আইজিপি ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুর রহিম, যুবলীগের আহ্বায়ক আবুবকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, আমিন এইচইউ সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সদস্য তরিকুল হাসান তারেক, লায়ন লুৎফুল্লাহ গণি টিটু ও শফিউল্লাহ উজ্জ্বল।
বিএনপি’র প্রার্থীরা হলেনÑ সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান লিটন, এডভোকেট আওরঙ্গজেব বেলাল, আমিনুল ইসলাম ভূঁইয়া মনি, ফিরুজ আহামেদ বুলু, ফরিদ উদ্দিন, হারুন অর রশিদ ও এমদাদুল হক মিলন। জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটির সদস্য ফখরুল ইমাম এমপি।
ময়মনসিংহ-৯ (নান্দাইল): এই আসনে ২৮ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২১ জন, বিএনপি’র ৫ জন, জাতীয় পার্টির ২ জন ও জাসদের একজন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, জেলা সহ-সভাপতি এডভোকেট মো. কবির উদ্দিন ভূঁইয়া, ডিএজি ও সিনিয়র আইনজীবী মো. আবদুল হাই, উপজেলা চেয়ারম্যান মো. আবদুল মালেক চৌধুরী স্বপন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ড. এআর খান, এডিএম সালাহউদ্দিন হুমায়ূন, অধ্যক্ষ শামছুল বারী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবদুল মতিন ভূঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূঁইয়া, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. শেখ জাহাঙ্গীর আলম বুলবুল, সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহজাহান কবির সুমন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জালাল উদ্দিন মাস্টার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. মজিবুর রহমান স্বপন, অধ্যক্ষ আতিকুর রহমান হাদিস, আওয়ামী লীগ নেতা মো. জামাল উদ্দিন, নান্দাইল উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শহীদুল্লাহ শহীদ, এডভোকেট রফিকুল ইসলাম ও মো. সনজিব ইসলাম।
বিএনপি’র প্রার্থীরা হলেনÑ জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি খুররম খান চৌধুরী, সৌদি আরব বিএনপি’র সভাপতি একেএম রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, তথ্য ও প্রযুক্তিবিদ ইয়াসের খান চৌধুরী ও বিএনপি নেতা মালয়েশিয়া প্রবাসী মামুন বিন আবদুুল মান্নান।
জাতীয় পার্টির প্রার্থীরা হলেনÑ উপজেলা সভাপতি মো. হাসনাত মাহমুদ তালহা ও জাতীয় পার্টির নেতা হাসনাত মাহমুদ তারিক। জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও): এই আসনে মনোনয়ন ক্রয় করেছেন ও জমা দিয়েছেন ২৩ জন। তাদের মধ্যে আওয়ামী লীগ থেকে ১২ জন, বিএনপি’র ৯ জন ও জাতীয় পার্টির ২ জন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেনÑ ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, সাবেক এমপি ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলাল আহাম্মেদ, আমেকসুর সাবেক ভিপি সাজ্জাদ হোসেন শাহীন, পৌরসভার মেয়র যুবলীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট কায়সার আহাম্মেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা আশিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মতিউর রহমান নিশাত, ব্যবসায়ী মোরাদ আহাম্মেদ মনি আকন্দ ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা হোসেন বেবি।
বিএনপি’র প্রার্থীরা হলেনÑ উপজেলা বিএনপি’র সভাপতি শিল্পপতি এবি ছিদ্দিকুর রহমান, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, জেলা আইজীবী সমিতি সাধারণ সম্পাদক এডভোকেট ড. মীর মিজানুর রহমান, জাতীয়তাবাদী তৃণমূলদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আল ফাত্তাহ, বিএনপি’র কেন্দ্রীয় নেতা ডা. রানা আহাম্মেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান বাচ্চু, মুশফিকুর রহমান, হাতেম আলী ও প্রবাসী মানিক মোহাম্মদ। জাতীয় পার্টির প্রার্থীরা হলেনÑ জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্বারী মো. হাবিবুল্লাহ বেলালী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান।
ময়মনসিংহ-১১ (ভালুকা): এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩ জন। এর মধ্যে আওয়ামী লীগের ২০জন, বিএনপি’র ১০ জন, জাতীয় পার্টির ৩ জন ও জাসদের একজন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী অধ্যাপক ডা.এম আমান উল্লাহ এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, তার ভাবী জেলা আওয়ামী লীগের সদস্য কবি সেলিনা রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, জেলা আওয়ামী লীগের সদস্য এমএ ওয়াহেদ, ভালুকা পৌরসভার মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আশরাফুল হক জর্জ, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. কেবিএম হাদিউজ্জামান সেলিম, প্রকৌশলী মহিউদ্দিন, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইজাদুল হক পারুল, এডভোকেট শফিকুল ইসলাম খান লিটন, এডভোকেট শ্রী রাখাল চন্দ্র সরকার, আলহাজ্ব মাওলানা মো. হারুন অর রশিদ, ওমর আলী ও শাহাদাত হোসেন চৌধুরী মিন্টু। বিএনপি’র প্রার্থীরা হলেনÑ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, মহিলাদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি নূরজাহান ইয়াছমিন বুলবুল, জেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আজিজুর রহমান খান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জিয়া ব্রিগেডের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন, জেলা বিএনপি’র সদস্য আনোয়ার আজিজ টুটুল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হামিদ কারী ও এডভোকেট আবদুর রহিম। জাতীয় পার্টির প্রার্থীরা হলেনÑ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ উদ্দিন মাস্টার, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুল কাইয়ুম ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবদুল কাদের। জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status