খেলা

এসিসি’র সভাপতি হলেন নাজমুল হাসান

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৯:০৪ পূর্বাহ্ন

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হওয়ার জন্য বাংলাদেশ থেকে একজনকে সুপারিশ করতে বলা হয়েছিল। এরপর চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে বেছে নেয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। অক্টোবরে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। তখন জানা যায়, এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসিসির পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিসিবি সভাপতি। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার সেটাও হয়ে গেল। গতকাল এসিসির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন নাজমুল হাসান পাপন। এ সময় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, প্রতিষ্ঠানটির গেম ডেভেলপমেন্টের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী ও এসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চতুর্থ বাংলাদেশি হিসেবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতির চেয়ারে বসলেন পাপন। এদিন পাকিস্তানের লাহোরে এসিসির বার্ষিক সাধারণ সভায় বিদায়ী সভাপতি এহসান মানি’র কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। তার মেয়াদ আগামী দুই বছর। বাংলাদেশ থেকে প্রথমবার এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আনিসুল ইসলাম মাহামুদ। ১৯৮৯-৯১ মেয়াদে দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০০২-২০০৪ মেয়াদে সভাপতি হন তখনকার বিসিবি প্রধান আলি আসগর লবী। ২০১০-২০১২ মেয়াদে এই দায়িত্ব পালন করেন তখনকার বিসিবি সভাপতি ও বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status