বাংলারজমিন

মেহেরপুর-১

জয়নাল আবেদীনকে মনোনয়ন দেয়ার দাবি তৃণমূলের

মেহেরপুর প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার মেহেরপুর-মুজিবনগর এই আসন থেকে আওয়ামী লীগের অন্তত ৬ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র তুলেছেন। এদের মধ্যে তৃণমূলের নেতাকর্মীরা মাঠে পেয়েছেন সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীনকে। মেহেরপুর-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সাবেক এমপি জয়নাল আবেদীন বীর মুক্তিযোদ্ধা, সৎ ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে পরিচিত এলাকাবাসীর কাছে। তিনি প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে জনসংযোগ চালানোর পাশাপাশি নিয়মিত উঠান বৈঠকও করেছেন। তিনি জাতীয় সংসদ সদস্য থাকা কালীন সময়ে সর্বশ্রেণি পেশার মানুষের সঙ্গে মিশে মেহেরপুরের উন্নয়নকে ত্বরান্বিত করেছেন। তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের খোঁজখবর নিয়েছেন যথারীতি। দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়েও তিনি মেহেরপুরের আওয়ামী লীগকে সু-সংগঠিত করে রেখেছেন। যার সূত্র ধরে জয়নাল আবেদীনকে নৌকার পক্ষে মনোনয়ন দেয়ার দাবি তৃণমূল আওয়ামী লীগের। দলীয় নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারে নেমেছেন। মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ তার হয়ে কাজ করছেন। তিনি নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন বলে দাবি মেহেরপুরের সর্বসাধারণের। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল বলেন, জয়নাল আবেদীন উন্নয়নের রূপকার। রাজনীতির মাঠে তার অনেক সুনাম রয়েছে। রাজনীতির মাঠে পোড় খাওয়া এ নেতা দলীয় মনোনয়ন পেলে সহজেই আসনটি আওয়ামী লীগের হবে বলে অনেকেই আশাবাদী। মনোনয়নের ব্যাপারে আশাবাদী সাবেক এমপি জয়নাল আবেদীন বলেন, ‘আজীবন আমি ও আমার পরিবারের সবাই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনা সরকারের উন্নয়ন বাড়ি বাড়ি গিয়ে মানুষের সামনে তুলে ধরছি। মনোনয়ন দেয়ার এখতিয়ার দলীয় প্রধানের। তিনি আমাকে মাঠে থেকে কাজ করে যেতে বলেছেন। তবে দলীয় মনোনয়ন পেলে মেহেরপুরে আবারো নৌকার বিজয় নিশ্চিত হবে। মেহেরপুর যুবলীগের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, আমরা জেলা যুবলীগ জয়নাল আবেদীনকে সকলেই সমর্থন দিয়েছি। তাকে এমপি হিসেবে চাই। মনোনয়ন দিলে তিনি সহজেই জিতে আসতে পারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status