বিনোদন

অপেক্ষায় ববি

স্টাফ রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

চিত্রনায়িকা ববি ঢালিউডে বেশকিছু দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। সবশেষ ববি অভিনীত ও প্রযোজিত ‘বিজলী’ ছবিটি দেশে ও দেশের বাইরে মুক্তি পায়। ইফতেখার চৌধুরী পরিচালিত সায়েন্স ফিকশন ঘরানার এ ছবিটির পর শাকিব খানের বিপরীতে তার নতুন একটি ছবি সামনে মুক্তি পাবে। এই ছবির নাম ‘নোলক’। এ ছবির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এর আগে ববি শাকিবের বিপরীতে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজাবাবু’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘রাজত্ব’ নামে চারটি ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে ববি অভিনীত তিনটি নতুন ছবি মুক্তির অপেক্ষায়। ছবি তিনটি হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘নোলক’ ও ‘বেপরোয়া’। এছাড়া আরো নতুন দু’টি ছবির খবর জানিয়েছেন এই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। ববি জানান, এরইমধ্যে কয়েকটি ছবির কাজ শেষ করেছি। এরমধ্যে আমার ক্যারিয়ারে নোলকের মতো ব্যতিক্রমী গল্পের ছবিতে কাজ করা হয়নি। এ ছবির গান, দৃশ্যধারণ খুব সুন্দরভাবে হয়েছে। ছবির প্রযোজকের যে টিম তারাও খুব স্ট্রং ছিল। সবকিছুই সুন্দর আর গোছানো কাজ হয়েছে। শাকিব খানের সঙ্গে এর আগেও কাজ করেছি। তবে এ ছবিতে দর্শক ভিন্নভাবে আমাদের আবিষ্কার করতে পারবেন। এছাড়া ‘জঙ্গি’ নামে নতুন একটি ছবির কাজ নিয়ে কথা চলছে। সব ঠিক থাকলে এ ছবিতে আমার বিপরীতে ডিএ তায়েব অভিনয় করবেন। আর ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। ববি আরো বলেন, আমার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা অন্য ছবিগুলোর কাজও বেশ ভালো হয়েছে। আশা করি, ছবিগুলো দর্শকরা পছন্দ করবেন। এদিকে ‘রক্তমুখী নীলা’ ছবির দ্বিতীয় লটের শুটিং করতে কয়েকদিন পরই কলকাতায় যাচ্ছেন ববি। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন সব্যসাচী মিশরা। কলকাতার এই ছবিটি পরিচালনায় আছেন জয়দ্বীপ মুখার্জি। ঢাকাই ছবির অন্যতম ব্যস্ত নায়িকা ববি ‘বেপরোয়া’ নামেও একটি ছবির কাজ করেছেন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও রাজা চন্দের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক রোশান। এসব কাজের বাইরে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিরও কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন এস ডি রুবেল। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি নিয়েও বেশ আশাবাদী ববি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status