বিনোদন

তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’ যুক্ত হলো ওয়ালটন

স্টাফ রিপোর্টার

১৮ নভেম্বর ২০১৮, রবিবার, ৮:২৮ পূর্বাহ্ন

তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার সঙ্গে যুক্ত হলো ওয়ালটন। সিনেমাটির টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। গত ১৬ই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তরাঁয় ‘ফাগুন হাওয়ায়’র পক্ষে নির্মাতা তৌকীর আহমেদ এবং ওয়ালটন গ্রুপের পক্ষে এর নির্বাহী পরিচালক হুমায়ূন কবিরের মধ্যে এ বিষয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ব্র্যান্ড ম্যানেজমেন্ট আমিন খান এবং অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম এবং ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার শিল্পী আফরোজা বানু, নরেশ ভূঁইয়া, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, ফারুক আহমেদ, রওনক হাসান, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদসহ তৌকীর আহমেদের সহধর্মিণী অভিনেত্রী ও নাট্যকার বিপাশা হায়াত। যেহেতু তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’ ভাষা আন্দোলনের সময়কালের প্রেক্ষাপট নিয়ে নির্মিত তাই দেশীয় পণ্য হিসেবে এই সিনেমার টাইটেল স্পন্সর হিসেবে নিজেদের যুক্ত করেছে ওয়ালটন। অনুষ্ঠানে তৌকীর আহমেদ বলেন, যেহেতু ‘ফাগুন হাওয়ায়’ ভাষা আন্দোলনের সিনেমা, তাই দেশীয় পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান ওয়ালটন পাশে থাকাটা বেশ ভালো হলো। আমিন খান বলেন, ওয়ালটন দেশীয় পণ্য উৎপাদনে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। অনেক ইলেকট্রনিক পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছে। বাংলাদেশের ঘরে ঘরে এখন ওয়ালটনের পণ্য রয়েছে। যেহেতু সিনেমার সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে এভাবে আমাদের নতুন পথচলা, তাই একটি ঐতিহাসিক সিনেমার সঙ্গে সম্পৃক্ততা দিয়েই এর শুভ যাত্রা শুরু হলো। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবো, তবে নিশ্চয়ই তা ভালো সিনেমার ক্ষেত্রে। অনুষ্ঠানে বক্তব্য পর্ব শেষে ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার পোস্টার উন্মোচন করেন আমিন খান ও বিপাশা হায়াত। এরপর সিনেমাটির ট্রেইলার ও গান দেখানো হয়। উল্লেখ্য, আগামী বছর ৮ই ফেব্রুয়ারি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status