অনলাইন

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, যুবক আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৬:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘায় ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে কটূক্তির অভিযোগে স্বপন মন্ডল (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত স্বপন মন্ডল বাঘা উপজেলার গাওপাড়া গ্রামের মসলেমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ২০১৭ সালের ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে রাজনৈতিক দল সম্পর্কে তার ব্যবহৃত ফেসবুকে শেয়ার দেয় স্বপন মন্ডল। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নজরে আসে এবং তারা পুলিশকে অবহিত করে। তারপর থেকে ওই যুবক গা ঢাকা দিয়েছিল। এলাকায় ঘুরাফেরা করছে মর্মে পুলিশকে অবহিত করা হলে তাকে নিজ এলাকা  থেকে আটক করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জানান, তার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা ফকরুল হাসান বিপ্লব বাদী হয়ে তথ্য অধিকার ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ ২০১২ আইনে বাঘা থানায় মামলা দায়ের করলে আটককৃত স্বপন মন্ডলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status