দেশ বিদেশ

কক্সবাজারে আহমদ শফী

কওমি সনদের স্বীকৃতি করুণা নয়, ন্যায্য অধিকার

রাসেল চৌধুরী, কক্সবাজার থেকে

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-হাইয়্যাতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়াহ বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কওমি সনদের সরকারি স্বীকৃতি কারো করুণা নয়, এটি বৃহত্তর কওমি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার। আমার সঙ্গে কৃত ওয়াদা মোতাবেক দারুল উলুম দেওবন্দের মৌলনীতি অক্ষুণ্ন রেখেই সরকার কওমি সনদের স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, তাকওয়াবান, দেশপ্রেমিক আদর্শ জনগোষ্ঠী তৈরিতে কওমি মাদরাসার ঐতিহাসিক শিক্ষাধারার গুরুত্ব অনস্বীকার্য। এ পবিত্র শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করেই সরকার কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে এমএ’র সমমর্যাদা প্রদান করেছে। কক্সবাজারের কলাতলী লাইট হাউস দারুল উলুম মাদরাসায় গতকাল সকালে ইসলাহি মজলিশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ছাড়াও ১৫ই নভেম্বর কক্সবাজার জেলার বিভিন্ন মাদরাসা পরিদর্শন পূর্বক হেদায়তি বক্তব্যেও তিনি একই কথা বলেন।

আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, আমার বয়স এখন প্রায় ১০০ বছর। সনদের এই স্বীকৃতি নিয়ে আমি ও আমার পরিবার ব্যক্তিগতভাবে লাভবান হব না। আমি কেবল মাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সনদের স্বীকৃতি আদায়ের প্রয়াস চালিয়েছি। ফলশ্রুতিতে এ সনদ নিয়ে কওমি আলেমরা দেশ বিদেশে গুরুত্বপূর্ণ অঙ্গনে অনন্য অবদান রাখার সুযোগ পাবেন। তিনি আরো বলেন, আমল ছাড়া মুক্তি নাই। জাহেরি (প্রকাশ্য) আমলের চেয়ে বাতেনি (চুপিসারে) আমলের দাম অনেক বেশি। আকিদা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। আমল কবুল হওয়ার পূর্বশর্ত সঠিক আকিদা। আম্বিয়া, হক্কানি আলেম ওলামারা কলবের আমল করতেন। তারা হাত পায়ের আমল করেননি। জাহেরি আমল আসমান জমিন সমপরিমাণ হলেও কলবের আমলের সমান হবে না। পরিশুদ্ধ আমলই মুক্তি দিতে পারে। সব বুজুর্গরা তাহাজ্জুদ গোজার ছিলেন।

আল্লামা শফী নসিহত করেন, মাজার পূজা করবেন না, কবর পূজা করবেন না, পীর বুজুর্গদের কাছে কিছুই চাইবেন না। তারা দেয়ার মালিক নন। শুধু দোয়া করতে পারেন। সব দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ। যা চাইবেন তার কাছেই চাইবেন। আব্দুল কাদের জিলানিরা জিকির আজকার দিয়ে বড় ওলি হয়েছেন। জিকির ছাড়া নফসের পরিশুদ্ধি আসবে না। সবাইকে নিয়মিত কলব, আকিদার আমল করার উপদেশ দেন আহমদ শফী। হেফাজতের আমির বলেন, আলেমরা শুধু শরীয়াতের ওয়াজ করেন, তরিকতের ওয়াজ করেন না। তাই আমলও কমে যাচ্ছে। বাইয়াতবদ্ধ জীবনই পরিশুদ্ধ জীবন। শেষে তিনি সবাইকে বাইয়াত করান। আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) দুদিনের সফরে ১৫ই নভেম্বর কক্সবাজার আসেন। তিনি চট্টগ্রাম থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এ সময় কক্সবাজার জেলা হেফাজতে ইসলামের সাধারণ সমপাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের নেতৃত্বে বিশিষ্ট ওলামায়ে কেরাম বিমান বন্দরে তাকে স্বাগত জানান।

দু’দিনব্যাপী জেলার বিভিন্ন মাদরাসা পরিদর্শনকালে তার সফরসঙ্গী রয়েছেন, জামেয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মুহাদ্দিস মাওলানা শেখ আহমদ, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম সাদেক, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আবুল হাসান, সাধারণ সমপাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ মুসলিম, মাওলানা হাফেজ আব্দুল হক, মাওলানা মোহছেন শরীফ, মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, মাওলানা হাফেজ শামসুল হক, মাওলানা আমিনুল হক, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আবুল কালাম, মাওলানা কেফায়ত উল্লাহ, মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা এহতেশামুল হক, মাওলানা হাসান দিদার, মাওলানা খালেদ সাইফী, মাওলানা আব্দুর রাজ্জাক ও হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status