বাংলারজমিন

কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় আসামি নিহত, আটক ৪

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় ১৬ই নভেম্বর বিকেলে প্রতিপক্ষের হামলায় ইমন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইমন সিংগুর গ্রামের বাতির মিয়ার ছেলে। সন্ধ্যায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আহতবস্থায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- লুৎফুর রহমান অরুন, দিপু মিয়া, নোমান আহমদ ও জহিরুল ইসলাম। নিহত ইমন মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত দু’মাস আগে বরমচাল খেলার মাঠে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে নিহত ইমনের সঙ্গে বাকবিতণ্ডা হয় খাদিমপাড়ার দিপু ও নোমান গংদের। ওই সময় বিষয়টি শেষ করে দেন স্থানীয় মেম্বার এবং খাদিমপাড়া মসজিদের মোতওয়াল্লি লুৎফুর রহমান অরুণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে ইমনের উপর ডাকাতি মামলা থাকায় বিগত দেড় মাস সে এলাকার বাইরে ছিল। সম্প্রতি এলাকায় এসে আবারো বিভিন্ন মানুষকে হয়রানি ও মারধর শুরু করে। এমনকি ইমন তার জন্মদাতা পিতাকেও একাধিকবার মারধর করেছে। এসব বিষয়াদি নিয়ে ইমনকে ঠিক হয়ে চলাফেরা করার জন্য সতর্ক করেন মসজিদের মোতওয়াল্লি লুৎফুর রহমান অরুন। শুক্রবার জুমার নামাজের পরও মসজিদের সম্মুখে ইমনের নানা অপকর্ম নিয়ে সমালোচনা হয় এবং পঞ্চায়েতিভাবে তাকে আবারো সতর্ক করা হয়। জুমা শেষে বাড়িতে যাবার পথে মসজিদের মোতওয়াল্লি লুৎফুর রহমান অরুণকে পেছন থেকে দা দিয়ে কোপ দেয় ইমন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় মোতওয়াল্লি অরুণকে বাঁচাতে এগিয়ে আসেন তার চাচাতো ভাই দিপু ও ভাতিজা নোমান। তাদেরও কুপিয়ে আহত করে বাড়িতে লুকিয়ে পড়ে ইমন। আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। এদিকে মোতওয়াল্লির উপর হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে গ্রামবাসী ও মোতওয়াল্লির গোষ্ঠীর লোকজন লাঠিসোটা নিয়ে ইমন মিয়ার বাড়ি ব্যারিকেড দেয়। ইমনকে ঘর থেকে বের করে ঘটনাস্থলেই পিঠিয়ে হত্যা করে উত্তেজিত লোকজন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা জানান, ইমন মিয়ার লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হবে। আহত ৩ জনকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status