বাংলারজমিন

সিরাজগঞ্জের ৬টি আসনে মনোনয়নযুদ্ধে ৮৬ প্রার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৯:০৩ পূর্বাহ্ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের ৮৬ জন প্রার্থী দলের কাছ থেকে মনোনয়ন ক্রয় ও জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা ৪৭, বিএনপি’র ৩৮ এবং জামায়াতের ১জন প্রার্থী রয়েছে। ৬টি আসনের মধ্যে রেকর্ড সংখ্যক ২৬টি মনোনয়ন উত্তোলন করা হয়েছে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার একাংশ) আসনে। এখানে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ২০ জন এবং বিএনপি’র পক্ষ থেকে ৬ জন প্রার্থী হয়েছেন।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ)
এ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে ২ জন এবং বিএনপি’র পক্ষ থেকে ৫ জন প্রার্থী হয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের বর্তমান এমপি ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম ও তার ছেলে সাবেক এমপি ইঞ্জিনিয়ার তানভীর শাকিল জয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার, কণ্ঠশিল্পী কনকচাঁপা, উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম রেজা, এডভোকেট রবিউল ইসলাম ও টিএম তহজিবুল এনাম তুষার।

সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ)
এ আসনে আওয়ামী লীগের ৪ জন এবং বিএনপি’র পক্ষে ২ জন প্রার্থী হয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগের বর্তমান এমপি প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, সোনালী ব্যাংকের সাবেক পরিচালক ও মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক ছাত্রনেতা তারেক মাহমুদ ও প্রভাষক রেজাউল করিম রাজা। বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার স্ত্রী জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার একাংশ)
এ আসনে রেকর্ড সংখ্যক ২৬টি মনোনয়ন উত্তোলন করা হয়েছে। এরমধ্যে ক্ষমতাসীন দলের  ২০ জন এবং বিএনপি’র পক্ষ থেকে ৬ জন প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, বর্তমান এমপি আলহাজ গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন, সলঙ্গা থানা আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পপতি লুৎফর রহমান দিলু, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সাংবাদিক ড. মিঠুন মোস্তাফিজ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গাজী অধ্যক্ষ রেজউল করিম তালুকদার, সাবেক এমপি ইসহাক হোসেন তালুকদারের ছেলে এডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদি আলমাজি জিন্নাহ্‌, সাধারণ সম্পাদক শারিফুল আলম শরিফ, সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক আবদুুল হালিম খান দুলাল, যুবলীগের সাবেক নেতা সাইদুর রহমান পল, স্বাচিপ নেতা ডা. আবদুল আজিজ সরকার, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হক, তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন, রায়গঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম হোসেন সুমন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সুজন সরকার, রাশিদা ভানু ও শাহ আলম চৌধুরী।

বিএনপি’র প্রার্থীরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আবদুুল মান্নান তালুকদার, বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি আইনুল হক, তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, ঢাকা বার এসোসিয়েশনের নেতা এডভোকেট গোলাম মোস্তফা মন্টু ও রাকিবুল আলম মিয়া অপু।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গার একাংশ)
এ আসনে আওয়ামী লীগে ৭ ও বিএনপিতে ৭ এবং জামায়াতের একক প্রার্থী মিলে মোট প্রার্থীর সংখ্যা ১৫ জন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, বর্তমান এমপি তানভীর ইমাম, সাবেক এমপি গাজী শফিকুল ইসলাম শফি, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা সংগঠক প্রয়াত আবদুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি, উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হক, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আবদুল আলিম ও মমিন সিরাজী।

বিএনপি’র প্রার্থীরা হলেন, সাবেক এমপি এম, আকবর আলী, বিএনপি নেতা একেএম শরফুদ্দিন মঞ্জু, সাবেক এমপি এডভোকেট শামছুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কাজী কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী এডভোকেট সিমকি ইমাম খান, কেন্দ্রীয় যুবদল নেতা আবদুল ওয়াহাব ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার।

এছাড়াও বিএনপি’র শরিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানা)
এ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে ৯ জন ও বিএনপি’র ৯ জন মিলে মোট ১৮ জন প্রার্থী হয়েছেন। এরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গাজী আবদুল লতিফ বিশ্বাস, বর্তমান এমপি আবদুল মজিদ মণ্ডল, তার ছেলে আবদুুল মমিন মণ্ডল, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট গাজী আবদুর রহমান, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ, কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান মোহন, আওয়ামী লীগ নেতা গাজী শফিকুল ইসলাম ও আবুবকর সিদ্দিক।

বিএনপি’র প্রার্থীরা হলেন- সাবেক এমপি মেজর (অব.) মঞ্জুর কাদের, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হুয়ায়ুন ইসলাম খান, বিএনপি কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপি’র সহ-সভাপতি রাকিবুল আলম খান পাপ্পু, বেলকুচি উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ জামাল উদ্দিন ভূঁইয়া, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন, সাবেক এমপি শহীদুল্লাহ খানের ভাতিজা বিএনপি নেতা গোলাম মওলা খান বাবলু, শামসুল হুদা ও মাহফুজা খানম।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)
এ আসনে আওয়ামী লীগের ৫ জন ও বিএনপিতে ৯ জন প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- বর্তমান এমপি হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এডভোকেট আবদুল হামিদ ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন।

বিএনপি’র প্রার্থীরা হলেন- সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিস, সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এমএ মতিনের ছেলে ডা. এমএ মুহিত, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হোসেন শহীদ মাহমুদ গ্যাদন, বর্তমান সভাপতি কেএম তারিকুল ইসলাম আরিফ, গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেন শামীম ও এডভোকেট হুমায়ুন কবির, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মনির।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status