খেলা

মোস্তাফিজকে ছেড়ে দিলো মুম্বই

হায়দরাবাদে থাকছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

মোস্তাফিজুর রহমানকে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিলেও সাকিব আল হাসানকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। গত ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) হায়দরাবাদের হয়ে নিজের প্রথম মৌসুমেই অলরাউন্ড পারফর্ম করেন সাকিব। ভারতের এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগে নিজের প্রথম সাত মৌসুমই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে কাটান বাংলাদেশের এ বিশ্বসেরা অলরাউন্ডার। তবে মাঠে ছিলেন ছয় মৌসুম। গত মৌসুমের আগে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। আর এই সুযোগে ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় হায়দরাবাদ। গত আসরে রানার্সআপ হওয়া হায়দরাবাদের হয়ে সাকিব ব্যাট হাতে করেন ২৩৯ রান ও বল হাতে নেন ১৪ উইকেট। সাকিব ছাড়াও অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেও ধরে রেখেছে হায়দরাবাদ। যদিও বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ এই ওপেনার গত মৌসুমে খেলার সুযোগ পাননি। এদিকে মোস্তাফিজুর রহমানের বদলে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। গত মৌসুমে ২ কোটি ২০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ থেকে মোস্তাফিজকে দলে নেয় মুম্বই। ২০১৮’র আসরে মুম্বইয়ের জার্সি গায়ে অতোটা ভালো করতে পারেননি মোস্তাফিজ। ৭ ম্যাচে ৭ উইকেট নেন তিনি। রান খরচ করেছিলেন ওভার প্রতি প্রায় সাড়ে আট (৮.৩৬) করে। ওই আসরে খুবই বাজে ফিল্ডিং করেছিলেন তিনি। কয়েকটি ম্যাচে ক্যাচ মিস করেন মোস্তাফিজ। এরপর আইপিএল থেকে ফিরেছিলেন গোড়ালির চোট নিয়ে। এ কারণে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। ২০১৬ সালে আইপিএল-এ হায়দরাবাদের জার্সি গায়ে বল হাতে ঝড় তুলেছিলেন মোস্তাফিজ। ১৭ উইকেট নিয়ে ওই আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। ২০১৯ সালের ২৯শে মার্চ থেকে ১৯শে মে পর্যন্ত চলবে এবারের আইপিএল আসর। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে যখন মাঠে গড়াবে পাকিস্তান সুপার লীগ (পিএসএল), তখন বাংলাদেশ দল ব্যস্ত থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। তাই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদদের ধরে রাখেনি পিএসএল’র দলগুলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status