খেলা

ফাইনালে না উঠলেই ব্রাজিল ব্যর্থ

স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর ২০১৮, শনিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

৩০ বছর পর কোপা আমেরিকা ফুটবল আসর আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। আর ব্রাজিল কোচ লিওনার্দো বাচ্চি তিতের চোখে, নিজ মাঠে অন্ত্তত ফাইনালের আগে বিদায় নেয়াটাই হবে দলের ব্যর্থতা। ২০১৬ সালে ফুটবলের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকার শতবর্ষ পূর্তির বিশেষ আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ব্রাজিল। স্বাগতিক হিসেবে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বে আগের তিনবারই (১৯১৯, ১৯২২ ও ১৯৮৯) চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। এবারো শিরোপায় চোখ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তিতে বলেন, ‘আমাদের অবশ্যই ভালো খেলতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ জিতে এগোতে হবে। চ্যাম্পিয়ন হওয়াই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের অবশ্যই কমপক্ষে ফাইনাল পর্যন্ত যেতে হবে। তার জন্য ভালো পারফরমেন্সের বিকল্প নেই। আমরা এমন একটি দেশে বাস করি যারা ফুটবল নিয়ে বাঁচে।’ ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে থামে নেইমারদের স্বপ্নযাত্রা। তবে, কোচ তিতের ওপর আস্থা রেখে কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কোচ হিসেবে প্রতিনিয়ত উন্নতি করে যেতে চান তিতে। তিনি বলেন, ‘আমি প্রতিদিনই নিজের সেরাটা দিতে চাই। নিজের সর্বোচ্চ সক্ষমতার মধ্যে থাকা ও উন্নতি অব্যাহত রাখাই আমার লক্ষ্য। কাজের মধ্য দিয়ে অন্যদেরও সুযোগ করে দিতে চাই। আমার হাতে কত সময় রয়েছে তা আমি জানি না।’ সবশেষ ২০০৭ সালে কোপা আমেরিকায় অষ্টম শিরোপা জেতে ব্রাজিল। এর পরের দুই আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সেলেসাওরা। আগামী বছরের জুনে কোপা আমেরিকার ৪৬তম আসরের পর্দা উঠবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status