খেলা

পাকিস্তানের বোলিং তোপে ১৫৩ রানে অলআউট কিউইরা

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৭:০১ পূর্বাহ্ন

আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫৩ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। শেষ ৪২ রানে ৭ উইকেটের পতন ঘটে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে এটাই সর্বনি¤œ রানের রেকর্ড। আগের রেকর্ড শ্রীলঙ্কার (১৯৭, পাকিস্তানের বিপক্ষে)। সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে উইলিয়ামসন ও হেনরি নিকোলসের ৭২ রানের জুটি ভাঙার পরই ব্যাটিং ধসের শুরু। আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইলিয়ামসন। দলীয় ৩৯ রানে ৩ উইকেট হারানোর শুরুর ধাক্কা সামাল দেয় এই জুটি। দলীয় ১১১ রানে নিকোলসকে (২৮) সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি করে ব্রেকথ্রু এনে দেন পেসার মোহাম্মদ আব্বাস। ১২ রান যোগ হতেই হাসান আলীর বলে উইকেটের পেছনে ধরা পড়েন উইলিয়ামসন। আর কেউই হাল ধরতে পারেননি। ৬৬.৩ ওভারে শেষ হয় ব্ল্যাক ক্যাপসদের প্রথম ইনিংস। সর্বোচ্চ তিন উইকেট নেন লেগস্পিনার ইয়াসির শাহ। দুইটি করে উইকেট পান আব্বাস, হাসান আলী ও হারিস সোহেল। অন্যটি বিলাল আসিফের। জবাবে শেষ সেশনে ১৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪০/২। আজহার আলী ৪ ও হারিস সোহেল ৯ রানে অপরাজিত থাকেন। অষ্টম ওভারে ইমাম উল হককে (৬) ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম। পরের ওভারেই মোহাম্মদ হাফিজকে (২০) সাজঘরে পাঠান ট্রেন্ট বোল্ট। দুইটি ক্যাচই নেন উইলিয়ামসন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status