খেলা

রুটের সেঞ্চুরিতে ব্যাকফুটে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৬:২৩ পূর্বাহ্ন

পাল্লেকেলেতে জো রুটের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড। ২৭৮ রানের লিড নিয়ে আজ তৃতীয় দিন শেষ করে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭৬ ওভারে ৩২৪/৯। ইংল্যান্ডের দিনে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬ উইকেটের নৈপুণ্য দেখান লঙ্কান অফস্পিনার আকিলা ধনাঞ্জয়া। প্রথম টেস্টে ধনাঞ্জয়ার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। ১৪ দিনের মধ্যে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুইশ’র ওপরে রান তাড়া করে জয়ের স্মৃতি নেই লঙ্কানদের। তবে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ২৮৫ রান। আর যেকোনো দলের বিপক্ষে ৩৮৮ রান তাড়া জয়ের কীর্তি রয়েছে শ্রীলঙ্কার (গতবছর কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে)। টেস্ট ক্যারিয়ারের ১৫তম ও বিদেশের মাটিতে চতুর্থ টেস্ট সেঞ্চুরি উদযাপন করেন রুট। পঞ্চম উইকেটে জস বাটলারের সঙ্গে ৭৪ ও সপ্তম উইকেটে বেন ফোকসের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন রুট। ৭০তম ওভারে ধনাঞ্জয়ার বলে এলবিডব্লিউ হন তিনি। আর দলীয় ৩০১ রানের মাথায় সপ্তম উইকেট হারায় ইংলিশরা। রুটের ১২৪ রানের ইনিংসটি ১৪৬ বলে ১০ চার ও ২ ছক্কার সাজানো। ওপেনার ররি বার্নস ৫৯, বাটলার ৩৪ রান করে আউট হন। জেমস অ্যান্ডারসনকে (৪*) সঙ্গে নিয়ে ফোকস ব্যক্তিগত ৫১ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে ৩৩৬ রান করে স্বাগতিকরা। ইংলিশদের রান ছিল আসলে ২৮৫। লঙ্কানদের সর্বোচ্চ রানসংগ্রাহক রোশন সিলভা (৮৫) ২ রান নিতে গিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে ব্যাট না ফেলায় শ্রীলঙ্কার জরিমানা হিসেবে ইংল্যান্ডের ইনিংসে ৫ রান যোগ হয়। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রুটের দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status