খেলা

রুনির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১১:০৮ পূর্বাহ্ন

ইংল্যান্ডের হয়ে শষ বারের মতো খেলতে নামলেন দেশটির সর্বোচ্চ গোলদাতা ওয়েইন রুনি। বিদায়ী ম্যাচে গোলের দেখা পাননি তারকা এই ফরোয়ার্ড। তবে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে তার শেষটা রাঙিয়েছেন সতীর্থরা। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টডিয়াম ওয়েম্বলিতে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারায় কোচ গ্যারেথ সাউথগেটের দল। ম্যাচের ২৫তম মিনিটে জেসে লিনগার্ড দলকে এগিয়ে নেয়ার দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। ৫৮তম মিনিটে লিনগার্ডের বদলি নামেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৩ গোল করা রুনি। ৭৭তম মিনিটে ফাবিয়ান ডেলফের বাড়ানো বল দারুণ ভলিতে জালে পৌঁছে ইংল্যান্ডের জয় অনেকটাই নিশ্চিত কওে দেন ক্যালাম উইলসন। জাতীয় দলের হয়ে অভিষেকেই গোল পেলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয় রুনির। ২০১৫ সালে ববি চার্লটনকে (৪৯ গোল) পেছনে ফেলে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হন এই ফরোয়ার্ড। এর আগে রুনি সর্বশেষ ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন ২০১৬ সালের নভেম্বরে। ওই ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। ২০১৭ সালে জাতীয় দলকে বিদায় বলে দিলেও চলতি নভেম্বরের শুরুর দিকে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হন রুনি। মূলত নিজের নামে প্রতিষ্ঠিত চ্যারিটি ফাউন্ডেশনের জন্য তিনি খেলতে রাজি হওয়ায় প্রীতি ম্যাচটির নাম হয়েছিল ‘দ্যা ওয়েইন রুনি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status