শেষের পাতা

নি র্বা চ নী হা ল চা ল(রাজশাহী ৪)

চ্যালেঞ্জে এনামুল আবু হেনা

আসলাম-উদ-দৌলা, রাজশাহী থেকে

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১০:১৪ পূর্বাহ্ন

রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন প্রত্যাশীদের প্রস্তুতি শেষ পর্যায়ে। দলীয় প্রার্থী কে হচ্ছেন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। সে সঙ্গে বাড়ছে ক্ষোভ। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে একাট্টা আওয়ামী লীগের তৃণমূল। এমপি বিরোধী এই শিবিরের 
নেতৃত্ব দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়ররা মনোনয়ন পাবেন না বলে ঘোষণা দেয় আওয়ামী লীগ। এরপরও দুই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

বিএনপিতে আলোচনায় আছেন সংস্কারপন্থিদের কাতারে পড়ে বহিষ্কৃত হওয়া সাবেক সচিব ও সচিব এসোসিয়েশনের সাবেক মহাসচিব আবু হেনা। ২৫শে অক্টোবর সংস্কারপন্থি ১১ জন সংসদ সদস্যকে সক্রিয় করতে গুলশান দলীয় চেয়ারপারসনের বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকেই বিএনপি প্রার্থী হিসেবে আবু হেনার ফিরে আসাটা বেশ পক্ত হয়ে এসেছে। আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক মনোনয়ন অনেকটাই নিশ্চিত। তবে আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রার্থীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অভ্যন্তরীণ বিরোধ।
মাঠে আছেন মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম। তিনি বর্তমানে জাতীয় পার্টির বাইরে থেকেই এলাকায় নিজস্ব পরিচিত কাজে লাগিয়ে জনসংযোগ চালাচ্ছেন।

সূত্র মতে, ২০০৮ সালের নির্বাচনে রাজশাহী-৪ আসনটি আওয়ামী লীগের দখলে আসে। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বাগমারা-মোহনপুর উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে বিএনপির আবু হেনা সংসদ সদস্য হন। ২০০৪ সালে বাগমারায় জেএমবির উত্থান নিয়ে বক্তব্য এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থি হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পান দলের তৎকালীন বাগমারা উপজেলা শাখার সভাপতি আব্দুল গফুর। তিনি আওয়ামী লীগের প্রার্থী এনামুল হকের কাছে প্রায় ২৫ হাজার ভোটে পরাজিত হন। ২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে আবার সংসদ সদস্য হন ইঞ্জিনিয়ার এনামুল হক। শিল্পপতি এই সংসদ সদস্যের পাশে নেই দলীয় হেভিওয়েট জনপ্রিয় নেতারা। নির্বাচনে প্রার্থী হিসেবে তৃণমূলের নেতারা নিজেরাই ভোটের মাঠে সক্রিয়।

তাহেরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নিজের এলাকায় রয়েছে একচ্ছত্র আধিপত্য। পরপর দুবার মেয়র নির্বাচিত হয়েছেন। এলাকার সাধারণ মানুষের কাছে মেয়র কালাম জনপ্রিয় ব্যক্তি। তেমনি উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সান্টু এক উপজেলার রাজশাহী-৪ আসনের প্রভাবশালী নেতা। সান্টু ও কালাম এনামুলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা বেশ লম্বা। এই আসনটিতে অন্য আসনের মতো স্থায়ী কোনো প্রার্থী দেখা যায় না। আবু হেনা ছাড়াও মনোনয়ন দৌড়ে নাম শোনা যাচ্ছে- সাবেক সংসদ সদস্য রাজশাহী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর, জেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সহ-সভাপতি অধ্যাপক মকলেছুর রহমান মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কৃষিবিদ ওয়ালিউজ্জামান পরাগ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি ডিএম জিয়াউর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামাণিক এবং জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদ দেওয়ান শামীম।

সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, ‘আমার বাড়ি জন্ম সবই বাগমারায়। বাগমারাবাসীর জন্য কাজ করে যাচ্ছি, কাজ করতে চাই। আশা করি আমিই মনোনয়ন পাব। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারবো। এখানে বহিরাগতরা এসে সুবিধা করতে পারবেন না।’

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ মানবজমিনকে বলেন, ‘সারা দেশে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তরুণদের প্রতি আস্থাশীল। গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছাত্রদল-যুবদল অনেক রক্তে দিয়েছে। আগামী নির্বাচনে তরুণদের নিয়ে এগিয়ে যেতে চাই। বাগমারা উপজেলায় তরুণ নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা দলকে ধরে রেখেছে। ছাত্রদলের জেলা সাধারণ সম্পাদক হিসেবে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাদের পাশে ছিলাম। ১৬টি ইউনিয়নে যাদের ছাত্রদলের নেতৃত্বে আনা হয়েছিল তারাই আজকে বিএনপি-যুবদলের দায়িত্ব নিয়ে দলকে আরো শক্তিশালী করেছে। ‘ভিশন-২০৩০’ নিয়ে জনগণের দোড়গোড়ায় গিয়েছি। তৃণমূলের কর্মীরা আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চান।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status