দেশ বিদেশ

৬৫ থেকে ৭০ আসন পাচ্ছে মহাজোটের শরিকরা

স্টাফ রিপোর্টার

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৯:৪৪ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোটের শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সন্ধ্যায় দলীয় সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। দলের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন। ওবায়দুল কাদের বলেন, জোটের শরিকদের ৬৫-৭০টি আসন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এ সংখ্যা কমতেও পারে। আবার বাড়তেও পারে। পরিস্থিতির উপর সংখ্যা কম-বেশি হতে পারে। সেতুমন্ত্রী বলেন, সভায় নির্বাচনে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দলের কাছে দেশি-বিদেশি ৫-৬টি মতামত জরিপ আছে। এগুলো স্টাডি করা হচ্ছে, মনোনয়নে যেন জনমতের প্রতিফলন পড়ে। তিনি বলেন, বোর্ডের সকল সদস্য এগুলো দেখছেন। এখনো আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু হয়নি। তবে দুই একদিনের মধ্যে জানানো হবে। ওবায়দুল কাদের বলেন, আজ (গতকাল) ৩৯টি দলের একটি জোট এসেছে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থাকতে, যার মধ্যে দুটি নিবন্ধিত দল আছে। তিনি আরো বলেন, যুক্তফ্রন্ট অবশ্যই জোটে থাকবে। নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনী ইশতেহার শেষ পর্যায়ে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। এর আগে বিকাল ৩টা ৩৫ মিনিটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন। সংসদীয় বোর্ডের সভা শেষে সাড়ে পাঁচটার দিকে সেখান থেকে বের হন তিনি। কড়া নিরাপত্তার মধ্যে দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে কার্যালয়ে স্বাগত জানান। তারা দলীয় কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status