বাংলারজমিন

ঝিনাইদহে ১০১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ থেকে

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২০ পূর্বাহ্ন

ঝিনাইদহের ভোটের রাজনীতি এখন ঢাকা কেন্দ্রিক। আওয়ামী লীগ ও বিএনপি’র এমপি প্রার্থীরা এলাকা ছেড়ে সমর্থক নিয়ে ঢাকায় অবস্থান করছেন। মনোনয়ন চূড়ান্ত করেই তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরবেন বলেও শোনা যাচ্ছে। রাজধানীর দলীয় অফিসের সামনে তারা সম্ভব্য এমপি প্রার্থীর পক্ষে শোডাউনে ব্যস্ত সময় কাটিয়েছেন। ফলে ভোটের মাঠ এখন ফাঁকা। তবে রাজনীতির রসায়ন তুঙ্গে রয়েছে চায়ের কাপ ও হাট-বাজারের আড্ডায়। কে হচ্ছেন ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের কাণ্ডারি? এই নিয়ে বিতর্কের শেষ নেই। ‘এই মাত্র খবর এলো অমুক ভাই নমিনেশন পেলো’- এমন মিছিলও শহরজুড়ে ক্ষণে ক্ষণে দেখা যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের প্রধান দুইটি দল আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনয়ন চূড়ান্ত হয়নি। তারপরও গুজব আর শোনা কথার ডালপালায় কান ঝালাপালা করে দিচ্ছে নেতা কর্মী এমনকি ভোটারদের। কারো কথায় তাদের আর আস্থা নেই। সাইবার দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে আজগুবি সব ভুয়া খবর। নেতাদের ছবি দিয়ে প্রচারিত খবরগুলো কেও বিশ্বাস করছেন আবার কেও প্রত্যাখ্যান করে পাল্টা কমেন্টস জুড়ে দিচ্ছেন ফেসবুকে। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের চারটি আসনের বিপরীতে শুধুমাত্র আওয়ামী লীগ-বিএনপি’র ১০১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঝিনাইদহের চারটি আসনে আওয়ামী লীগ ৫৯টি ও বিএনপি ৪২টি মনোনয়নপত্র বিক্রি করেছে। এর মধ্যে ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের ২৬ জন ও বিএনপি’র ৪ জন, ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগের ৮ জন ও বিএনপি’র ১৬ জন, ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগের ১৭ জন ও বিএনপি’র ১৬ জন এবং ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের ৮ জন ও বিএনপি’র ৬ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দল দুইটির নিজস্ব সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও মূলত এখনো কোন দলের প্রার্থীকে গণসংযোগে নামতে দেখা যায়নি। একাধিক মামলায় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের নেতাকর্মী এমনকি সম্ভাব্য প্রার্থীরা আদালতে হাজিরা দিয়ে সময় পার করছেন। কেউ হুলিয়া আর গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়া। কেবল সরকারি দল আওয়ামী লীগই ভোটের মাঠের রাজনীতিতে সরব রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status