বাংলারজমিন

নাসিরনগরে মনোনয়ন যুদ্ধে আওয়ামী লীগের ১৪ প্রার্থী

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৯:১০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়ীয়া-১ (নাসিরনগর) আসনে অ্যাডভোকেট ছায়েদুল হকের শূন্যতায় আওয়ামী লীগে এখন দ্বিধা বিভক্তি ও দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠছে। পরিষ্কার দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছে দলটি। নেতারা একে অপরের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত। আর এ কারণে ২০ বছরের মধ্যে এবারই প্রথম সেখানে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১৪। সংখ্যা অতীতের সকল রেকর্ডকে পেছনে ফেলেছে। আর বিএনপি’র একক প্রার্থী। এবার মনোনয়নের আবেদনপত্র ক্রয় করেছেন- এ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সম্পাদক এ টি এম মনিরুজ্জামান, প্রয়াত ছায়েদুল হকের স্ত্রী দিলশাদ আরা মিনু, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির অর্থসম্পাদক আলহাজ মো. নাজির মিয়া, সৈয়দ এহসানুল হক, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা এম এ করিম, নাসিরনগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেব, আলী আশরাফ, প্রকৌশলী ইখতেশামুল কামাল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা এম বি কানিজ, এ কে এম আলমগীর, অ্যাডভোকেট রাখেশ ও হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সদস্য শ্যামল ক্রান্তি আচার্য্য। আর বিএনপি’র একমাত্র মনোনয়ন প্রত্যাশী হলেন- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. একরামুজ্জামান সুখন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status