বাংলারজমিন

গাজীপুরে দুই খুন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৫৭ পূর্বাহ্ন

গাজীপুরের জোলার পাড় এলাকায় এক মুদি দোকানিকে কুপিয়ে ও ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে থেকে এক যুবককে গলাকেটে খুন করা হয়েছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার জোলারপাড় গ্রামের মুদি দোকানি শহীদুলের ভাই রশিদকে প্রতিবেশী ৫-৬ জন লোক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। খবর পেয়ে সিএনজি অটোরিকশাযোগে শহীদুল ভাইকে বাঁচাতে ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত দুই ভাইকে স্বজনরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শহীদুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত রশিদকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, গাছ নিয়ে প্রতিবেশী আক্তার হোসেনের বিরোধ ছিল শহীদুল ও রশিদের। এই শত্রুতার জের ধরে আক্তার, সেলিম, ইকবালসহ তাদের লোকজন প্রথমে রশিদকে ও পরে শহীদুলকে কুপিয়েছে। সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, বৃহস্পতিবার দুপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের ১ নম্বর গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে যুবক শহীদুল ইসলামের দেহ আর কিছু দূরে মাথা ও হেলমেট পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই যুবককে হত্যার পর কেউ তার মোটরসাইকেল ছিনতাই করেছে, এমন ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। নিহত শহীদুল ইসলাম ময়মনসিংহের ভালুকায় বসবাস করে বনানীতে থাই অ্যালুমিনিয়াম নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। অন্যদিকে, গাজীপুর মহানগরের ঝাজর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বি আর টি প্রকল্পের উন্নয়ন কাজের মাটির ড্রাম ট্রাকে সরানোর সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ট্রাকের ধাক্কায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন ঘটনাস্থলেই মারা গেছে। নিহতরা হলো- ট্রাক চালক রুবেল মিয়া ও হেলপার জাহাঙ্গীর আলম। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের ঝাজর এলাকায় বি আর টি প্রকল্পের একটি ড্রাম ট্রাক মাটি ফেলার সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতের ঝুলন্ত তার ট্রাকে লেগে আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকচালক রুবেল মিয়া (৩০) ও হেলপার জাহাঙ্গীর আলম (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত দুজনের বাড়ি ভোলা জেলায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status