এক্সক্লুসিভ

প্রতিবন্ধীদের কর্মসংস্থানে একসঙ্গে কাজ করবে বেক্সিমকো-জিআইজেড

অর্থনৈতিক রিপোর্টার

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৫১ পূর্বাহ্ন

জার্মান রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদল ৩৫০ একর জমির উপর গড়ে উঠা বন্যপ্রাণীর অভয়ারণ্যসহ বেক্সিমকোর সবুজ, সুন্দর এবং স্টেট অব আর্ট কারখানাগুলো দেখে অভিভূত হন। ৪০ হাজার কর্মী স্বাচ্ছন্দ্যে ও স্বাস্থ্যসম্মত পরিবেশে এখানে কাজ করছে। বেক্সিমকোর কর্মীদলে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণের বড় সাফল্যে জার্মান প্রতিনিধিদল আরো বেশি আনন্দিত হন। প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দিতে এবং তাদের জন্য মূলধারায় সমানভাবে কর্মসংস্থানে বেক্সিমকো অত্যন্ত আগ্রহী। বেক্সিমকো’র সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে জিআইজেড সমন্বিত কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ দেয়। প্রতিবন্ধীবান্ধব কর্মস্থল সাজাতে সহযোগিতা করে। একইসঙ্গে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন এবং মনোবল প্রদান করেন। এখন পর্যন্ত বেক্সিমকো’র কারখানায় ৫০০’র বেশি শারীরিক প্রতিবন্ধীর কর্মসংস্থান হয়েছে। তারা অন্য কর্মীদের মতোই সমান মর্যাদা ও মান রক্ষা করে কাজ করছে। সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়নের স্বীকৃতি (স্টার ফ্যাক্টরি) হিসেবে বেক্সিমকো’র অ্যাপারেল কারখানাগুলো প্ল্যাটিনাম উইনার মনোনীত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status