অনলাইন

ধানের শীষে লড়বে ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৩:১৯ পূর্বাহ্ন

ধানের শীষ প্রতীক নিয়ে লড়বে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল বিষয়টি জানিয়েছেন। বেলা চারটায় গনফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিদের নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। তারা সাংবাদিকদের জানান, ৩০০ আসনেই ধানের শীষ নিয়ে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে রয়েছে বিএনপি, গণফোরাম, জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ।  এর আগে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি সিদ্ধান্ত নেয় জোটগতভাবে তারা ধানের শীষ প্রতীকে লড়বে। এর আগে দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান ফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছি, সকলে একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status